#Pravati Sangbad Digital:
জঙ্গল সাফারির সময়ে মর্মান্তিক মৃত্যু। বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেলেন দুই পর্যটক। আফ্রিকার জ়াম্বিয়ার ঘটনা। মৃতরা হলেন, ব্রিটিশ নাগরিক ইস্টন টেলর (৬৮) এবং নিউজ়িল্যান্ডের বাসিন্দা অ্যালিসন টেলর (৬৭)। যদিও ওই দুই পর্যটকের মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না তা জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ওই দুই পর্যটক জ়াম্বিয়ার সাউথ লুয়াঙ্গা ন্যাশনাল পার্কে পায়ে হেঁটে সাফারি করছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের গাইড। সেই সময়েই একটি হাতি তাঁদের আক্রমণ করে। সংবাদমাধ্যম সূত্রের খবর, হাতিটির সঙ্গে তার শাবকও ছিল। গাইড সেই সময়ে বন্দুক চালিয়ে হাতিটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই দুই পর্যটকের মৃত্যু হয়।
ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জ়াম্বিয়ার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারের পাশে থাকা হচ্ছে বলে জানিয়েছে তারা। স্থানীয় পুলিশ আধিকারিক রবার্টসন মিয়াম্বা জানিয়েছেন, ওই দুই পর্যটক একটি সাফারি গ্রুপের সঙ্গে বৃহস্পতিবার ন্যাশনাল পার্কের মধ্যে ঘুরছিলেন। তাঁরা ৪ দিন ধরে বিগ লেগুন ক্যাম্পে ছিলেন। বৃহস্পতিবার তাঁরা ওই ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে যাচ্ছিলেন। তখনই এই হামলা। যেহেতু, বন্যপ্রাণীদের গতিবিধির পূর্বাভাস পাওয়া সম্ভব নয়, তাই জ়াম্বিয়ার সরকারের তরফে জঙ্গল সাফারির সময়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও এমন দুর্ঘটনায় ২জন বিদেশি পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।