Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বরটা বড়ই বোকা, কেকে বিতর্কে ক্ষমা চাওয়ার পরেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কবিতা পোস্ট করলেন রূপঙ্কর পত্নী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

হু ইজ কে ম্যান” কে এই কেকে?, তাকে নিয়ে বাঙালির এত মাতামাতি কেন? আমরা এই কেকে এর থেকে অনেক ভালো গান গাই, আমাদের নিয়ে এত উত্তেজনা দেখান না কেন? সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই একটি পোস্ট সামনে নিয়ে এসেছে হাজারও বিতর্ক। গত ৩১শে মে কোলকাতাই এক কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে এসেছিলে কেকে, কিন্তু তার আগেই রূপঙ্কর বাগচি তার ফেসবুক হ্যান্ডেলে কেকে বিতর্কে জড়িয়ে পরেন তিনি, আর ঠিক সেই অনুষ্ঠানের পরেই দুর্ভাগ্যবশত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে, তার পরে বিতর্ক আরও বেড়ে যায়, শুরু হয় ট্রোলিং, শুধু তাই নয় কেক প্রস্তুতকারী সংস্থা মিও আমোরের জিঙ্গলেও শুনতে পাওয়া যাবে না রূপঙ্কর বাগচির গান, ক্রেতাদের রোষের মুখে নিজেদের সংস্থার সাথে চুক্তি ভঙ্গ করেছে।
গতকাল প্রেস কনফারেন্স করে ক্ষমাও চেয়েছেন রূপঙ্কর, আর এবার তার স্ত্রী চৈতালি লাহিড়ী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি কবিতা প্রকাশ করেছে, যাতে তিনি বোঝাতে চেয়েছেন, কেকে এর মৃত্যুর পরে তারা মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি লিখেছেন, “ বরটা বড়ই বোকা/ দুনিয়াদারিতে নেহাৎ কাঁচা শিল্প যাপনে মগ্ন থাকা, তুমি কি সমাজের হোতা? কে দিয়েছে মাথার দিব্যি?”
রূপঙ্কর বাগচির বিস্ফোরক মন্তব্যে কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছে বাংলা সঙ্গীত জগত, তার মন্তব্যে অনুপম রায়, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সিধু, পটা, রুপম ইসলাম এর মতো সঙ্গীত শিল্পীদের নাম টেনে তুলেছিলেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই রূপঙ্কর বাগচির মন্তব্যকে পাত্তা দিতে নারাজ, আবার নচিকেতা কবির সুমনের মতো সঙ্গীত শিল্পীদের পাশে পেয়েছেন রূপঙ্কর। কবিতার শেষ লাইনে রূপঙ্কর পত্নী লিখেছেন, “ সত্যিকারের মানুষ কিছু ঘিরে ছিলেন পাশ/ তাদেরও নানান হেনস্তায় কেটেছে দিনরাত, তাদের বলি তোমাদের আমায় লড়াকু বলেই জানা/ এক্ষেত্রে ভূমিকা আমার স্ত্রী ও যশোদা মা

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News