Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সিন্ডিকেটের কারণে আবারও কলকাতায় সংঘর্ষ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

১০৮ নম্বর ওয়ার্ডের নোনাডাঙার লেক পল্লীর ঘটনা, আবারো সিন্ডিকেটের জন্য নিজেদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করল কলকাতায়। জানা যায় একটি রাজনৈতিক দলের কিছু সমর্থনকারীর সাথে ওই রাজনৈতিক দলেরই প্রভাবশালী কিছু লোকের মধ্যে সংঘর্ষ হয়, হাতাহাতিও হয়। দুষ্কৃতী মূলক তান্ডব চলে যাতে ঘর বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। এমনকি ওই এলাকায় অনেকদিন ধরে থাকা তৃণমূলের কার্যালয়ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকি সিন্ডিকেটের ঘটনা জনিত কারণে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহার করা হয়, যা দেখিয়ে কার্যত হুমকি দেয় দুষ্কৃতীদল। অনেকগুলি গাড়ি ভাঙচুরও হয় এই ঘটনার জেরে।
সিন্ডিকেট নিয়ে এই রকম পরিস্থিতি প্রথম শুরু হয়েছিল লেক এলাকায় বাড়ি ভাঙলে তার বরাত কে পাবে! সেই নিয়ে। এরপর আরো এরকম দৃষ্টান্তমূলক ঘটনার সম্মুখীন হয় কলকাতাবাসীরা যেমন টালিগঞ্জ এলাকাতে সিন্ডিকেট জনিত ঘটনার কারণে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এছাড়াও খোদ পুলিশের সামনে পর্যন্ত বন্দুক চালানোর মতো ঘটনাও সামনে আসে বেহালার চরকতলা লেনে।
এই সমস্ত ঘটনার জেরে কার্যত স্তব্ধ গোটা পল্লীবাসী। তাদের একাংশের দাবি জানালেও সেই রকম কোনো কার্যকরী হয়নি। তবেই বাড়ি ভেঙে যাওয়ার ঘটনাটি সামনে আসতেই পুলিশেরা সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং র‌্যাপ নামানো হয় ঘটনাস্থলে। এছাড়াও ৬ জনকে আটক করা হয়েছে লালবাজারের কোনটা দমন শাখার গোয়েন্দাদের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসাবাদের দ্বারা সঠিক তথ্য সামনে আনতে চাইছে পুলিশেরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জমি-বাড়ী সংক্রান্ত অপরাধ