আবাস যোজনায় ঘর না পেয়ে বিক্ষোভ প্রধানের বাড়িতে !

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে দেখা দিয়েছে বড়োসড়ো দুর্নীতির পথ। বহুবার প্রশ্ন উঠেছে পঞ্চায়েতের দিকে। বাড়ি বানানোর নাম করে একের পর এক টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠেছে। ভগবানগোলার ২ নম্বর ব্লকের আমডহরা গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায় নাম না থাকায় প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের মারধর করার অভিযোগ উঠল উপভোক্তাদের বিরুদ্ধে।

 ঘটনাটি ঘটে লালাগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে। আহত হয়েছেন প্রধান সহ ৪জন। গ্রামবাসীরা অভিযোগ জানায় কোনো সমীক্ষা না করেই তালিকা তৈরি করা হয়েছে। ফলে গরীব মানুষদের নাম নেই তালিকায়। এই ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে দেওয়ানসরাই পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ।

গ্রামের প্রধান সন্ধ্যারানী দে-র ঘরে ঢুকে মারধর করে বলে অভিযোগ ওঠে। অবশেষে লালগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামল দেওয়ার চেষ্টা করে। ঘর না পেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছে উপভোক্তারা। 

অভিযোগকারী বদরুদ্দিন সেখ জানান , '' গ্রামবাসীরা এইভাবে আমার উপর চড়াও হয়। আমি থানায় অভিযোগ জানানোয় তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে "।

প্রধান সন্ধ্যারানী দে জানান , '' তালিকা অনুযায়ী সমীক্ষা করা হয়েছে। যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে "। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে সকলে। এলাকাবাসীদের অভিযোগ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এবং যাদের বহুতল বাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে।

 বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে রানিতলা থানার পুলি ঘনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty