সরকারের দেওয়া জমিতে বাড়ি নির্মাণ না হওয়ার কারণে কড়া হিডকো

banner

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকো এর তরফ থেকে জমি পেয়েছেন ৫ বছর আগে, কিন্তু বাড়ি করা হয়নি? তাহলে ঘনিয়ে আসতে পারে বিপদ। রাজ্য সরকার কোলকাতার ওপর থেকে ঘন বসতির চাপ কমাতে উদ্যোগ নিয়ে ছিল অনেক আগেই,সেই মতো ভূমিহীনদের বাড়ি করার জন্য জমিও দিয়ে ছিল রাজ্য সরকারের সংস্থা পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা, জমি দেওয়া হয়েছিল নিউটাউন এলাকাই। অনেক ক্ষেত্রে কোন ছোট কোম্পানিকেও জমি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে জমি দেওয়ার পর দীর্ঘ দিন কেটে গেলেও অনেকেই সেই জমিতে বাড়ি করেননি। আর এবার তাদের ওপরেই ব্যাবস্থা গ্রহণ করতে চায় হিডকো।
সম্প্রতি দেখা গেছে অনেকেই জমি পেয়েছেন ৫ বছর আগে, কিন্তু সেই জমিতে এখনও পর্যন্ত কোন নির্মাণ কাজ শুরুই হয়নি,যা নজরে এসেছে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকোর, তাই এবার মালিক পক্ষের কাছ থেকে জমি ফেরত নিতে চায় হিডকো। জানা গিয়েছে হিডকোর পক্ষ থেকে সেই সমস্ত ফাকা জমির মালিকদের কাছে চিঠি পাঠাবে হিডকো এবং বাড়ি নির্মাণ না করার যথোপযুক্ত কারণও দেখতে চাইবে হিডকো। ইতিমধ্যেই বেশ কিছু জমির মালিককে শো কজ নোটিস পাঠাতে শুরুও করেছে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকো। তবে সে ক্ষেত্রে মালিক পক্ষের কাছে আত্মকথন ব্যাপ্তি করার জন্য সময়ও দিয়েছে হিডকো। জমির মালিকদের ৩০ দিনের একটি সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে সমস্ত জমির মালিকদের নিজেদের জমিতে নির্মাণ কাজ শুরু না করার কারণ দেখাতে হবে, যদি হিডকো সেই কারণকে যথেষ্ট বলে মনে করে তবেই জমির মালিকানা থাকবে মালিকের কাছেই, নয়তো ফের জমি নিজের কাছে ফিরিয়ে নেবে হিডকো।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee