করোনার মতো কী মাঙ্কিপক্স মহামারীর আকার নেবে!!

banner

#Pravati Sangbad Digital Desk:

পৃথিবীর একাধিক দেশে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স । ইংল্যান্ড দিয়ে ইউরোপে শুরু হয়েছিল মাঙ্কিপক্সের সংক্রমণ। বর্তমানে ব্রিটেন সহ সেই তালিকায় যুক্ত হয়েছে স্পেন, পর্তুগালও। সংশ্লিষ্ট সমস্ত দেশগুলিতে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে অনেকের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে, বাকিদের ক্ষেত্রে সনাক্তকরণ প্রক্রিয়া চলছে। আর নতুন এই অসুখটি যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে।এখনও পর্যন্ত ২০টি দেশে ২০০ জনের শরীরে এই ভাইরাল অসুখ ধরা পড়েছে। ভারতে এখনও কোনও ঘটনা সামনে না এলেও সরকার থেকেও আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেক রাজ্যকে এই ভাইরাস ঠেকাতে আগাম নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে।
গতকাল মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সিটিতে মাঙ্কিপক্স আক্রান্ত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক।বিশেষজ্ঞরা জানিয়েছেন মাঙ্কিপক্স সংক্রমিত প্রাণীর কামড় থেকে এই সংক্রমণ ছড়াতে পারে। সংক্রামিত প্রাণীর রক্ত, চুল, প্লাজমা থেকেও ছড়ানো সম্ভব। আক্রান্ত পশুর মাংস সঠিক পদ্ধতিতে রান্না না করলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারা আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানা, তোয়ালে থেকেও মাঙ্কি পক্স অন্য ব্যক্তির শরীরে ছড়াতে পারে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গ্যাটেল এক টুইটার পোস্টে বলেন, আক্রান্ত ব্যক্তি নিউইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দা। সম্ভবত তিনি নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন।লোপেজ আরও বলেন, ‘সৌভাগ্যজনকভাবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের আশা, কোনো জটিলতা ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠবেন।’অপর দিকে ভারতও এই বিষয়ে যথেষ্ট সতর্ক। ইতিমধ্যে একাধিক বিমানবন্দরে চরম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যগুলিকে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আর সেই বার্তা আসার পরেই নয়া এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নবান্ন'র। ইতিমধ্যে এই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে। এবার বিদেশ থেকে রাজ্যে আসা ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।এর মধ্যেই ভারতে টমেটো ফ্লু দেখা গেছে। কেরালার কোল্লাম জেলায় অন্তত ৮০ জন শিশু ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছে। এটি মূলত শিশুদের শরীরে থাকে বলে জানা গেছে। আক্রান্ত শিশুদের প্রায় সকলের বয়স ৫ বছরের কম বলে জানা গেছে। পক্স, চিকুনগুনিয়ার মতো রোগের লক্ষণ অথবা উপসর্গের সঙ্গে এর মিল রয়েছে। ব্যথা, জ্বর, ক্লান্তির মতো উপসর্গ রয়েছে এই ফ্লুয়ের।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News