আইপিএল জিতে হার্দিকের নজর এবার টি টয়েন্টি বিশ্বকাপের দিকে

banner

#Pravati Sangbad Digital Desk:

টানা দুই বছর পর ভারতের মাটিতে ফিরে এসেছে আইপিএল, আর এবার থেকে আইপিএলের সাথী হয়েছে টাটা, অর্থাৎ টাটার কাঁধে এখন আইপিএলে বিনিয়োগের ভার। গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২২ এর মেগা ফাইনাল ম্যাচ গুজরাট এবং রাজস্থানের মধ্যে। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার জেরে খুব স্বাভাবিক ভাবেই গতকালের ম্যাচ ঘিরে ছিল সাজসাজ রব, একদিকে নিরাপত্তার করা বেড়াজাল, অন্যদিকে খেলোয়াড়দের মনে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই, সব মিলিয়ে কালকের আইপিএল ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের থেকে কম গুরুত্বপূর্ণ ছিল না ক্রিকেট প্রেমীদের কাছে।

 অন্যদিকে দুই বছর পর দেশে ফিরে আইপিএল এর গুজরাট টাইটান্স দলের দায়িত্ব গিয়েছিলো হার্দিক পাণ্ডেয়ার কাঁধে, আর তার হাত ধরেই ২০২২ আইপিএল এর সেরার সেরা শিরোপা জিতে নিল গুজরাট। বিগত দুই বছর কোমরে চোটের কারণে নিজের ফর্ম থেকে একটু সরে দাঁড়িয়েছিলেন হার্দিক, কিন্তু এদিনের ম্যাচে তাক লাগানো ইনিংস খেলে গুজরাটকে জয়ের দিকে পা বাড়াতে সাহস জগিয়েছেন হার্দিক, সেই সাথে তিন উইকেটও নেন তিনি। শুধু তাই নয় আইপিএল জয়ের পরে পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই, সামনেই টি টয়েন্টি বিশ্বকাপ, আর তাতেও দেশকে সবার থেকে এগিয়ে রাখতে চান হার্দিক। তবে এই প্রথম আইপিএল জেতা নয়, এর আগে মুম্বাইয়ের হয়ে ফাইনাল জিতেছিলেন, তবে তা অধিনায়ক হিসাবে নয়, ম্যাচের শেষে হার্দিক জানিয়েছেন, “ চলতি বছরের শেষের দিকেই শুরু হবে টি টয়েন্টি বিশ্বকাপ, আর তাতেও আমি এই ভাবে খেলে বিশ্বকাপ জিততে চাই”।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News