Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বারমুডা ট্রায়াঙ্গেল, বিশ্বের বিশ্বময় স্থানে শুরু হতে চলেছে রোমাঞ্চকর যাত্রা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বারমুডা ট্রায়াঙ্গেল, নাম টা শুনলেই কেমন যেন গা শিওরে ওঠে, আর তার পেছনে রয়েছে যথেষ্ট কারণ। জানা যায় এই বারমুডা ট্রায়াঙ্গেল এর ওপর দিয়ে কোন জল জাহাজ বা উড়োজাহাজ গেলেই নাকি তার আর কোন হদিশ মেলে না, খোজার চেষ্টা করা হয়নি তেমনটাও নয়, যে উদ্ধারকারী দল গিয়েছে তারাও আর ফেরেনি। এই বারমুডা ট্রায়াঙ্গেল আজও বিশ্ববাসীর কাছে রহস্য হয়েই থেকে গিয়েছে, অনেকে একে ডেভিলস ট্রায়াঙ্গেল বলেও ডাকে। বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত, অনেকে মনে করেন উত্তর  অ্যাটলান্টিক মহাসাগরের এই বিশেষ অংশে রয়েছে এক বিশাল চুম্বকীয় শক্তি যার জেরেই সবার অলক্ষে গায়েব হয়ে যায় আস্ত জাহাজ কিংবা উড়োজাহাজ, তবে তার প্রমাণ আজও পর্যন্ত মেলেনি। বারমুডা ট্রায়াঙ্গেল আজও বিশ্বের মানুষের কাছে রহস্যই হয়ে রয়ে গিয়েছে।

তবে এবার এক মার্কিন জাহাজ সংস্থা জানিয়েছে তারা জাহাজ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল এর দিকেই রওনা দেবে, আর যদি যাত্রীদের কারোর কোন রকম ক্ষতি হয় তাহলে যাত্রার সমস্ত খরচা ফেরত দেবে ওই মার্কিন জাহাজ সংস্থা। মার্কিন সংস্থা অ্যানসিয়েন্ট মিসট্রি ক্রুজ এর পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছে, “বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজের কোন তথ্য সামনে আসেনি, জাহাজটি অ্যাটলান্টিক সাগরের নরওয়ে লাইন দিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করবে, এবং এই রোমাঞ্চকর অভিযান শুরু হবে ২০২৩ সালের মার্চ মাসে”। বারমুডা ট্রায়াঙ্গেল ভ্রমণের খরচ ভারতীয় মুদ্রার হিসাবে ১ লক্ষ্য ৪০ হাজার টাকার কিছু বেশি। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ভু বিশেষজ্ঞ, সমুদ্র বিশেষজ্ঞ বহু গবেষণা চালিয়েছেন, কিন্তু তাতে বিশেষ কিছু ফল মেলেনি, একদল বিজ্ঞানী মনে করেন উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের ওই বিশেষ অংশের জলে রয়েছে প্রচুর পরিমানে মিথেন গ্যাস, যা জলে ভেসে থাকার অনুপযোগী, অন্যদিনে আর এক দল বিজ্ঞানী দাবি করেন, প্রচুর পরিমানে চৌম্বকীয় শক্তি থাকার কারণে জাহাজের কম্পাস ঠিক মতো কাজ করে না, তাই দিক ভ্রষ্ট হয়ে পরেন জাহাজের নাবিকরা, তবে এখনও পর্যন্ত ঔ বিশেষ অংশে যে সমস্ত জাহাজ বা উড়োজাহাজের নিখোঁজের খবর সামনে এসেছে তাদের ধ্বংসাবশেষ মেলেনি কোন ভাবেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামরিক আন্তর্জাতিক
Related News