দিওয়ালিতে কাশ্মীরে জওয়ানদের পাশে প্রধানমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk :

প্রতিবছরই দিওয়ালির অনুষ্ঠান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কাটান মোদি৷ এ বছরও তার অন্যথা হয়নি৷ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী কারগিলে সেনা বাহিনীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরে সীমান্ত অঞ্চলে তাঁর সফরের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভারতের সেনা সন্ত্রাসকে পর্যুদস্ত করেছিল। কারগিলে বিজয়ের পতাকা তুলেছিল ভারত। তিনি বলেন দীপাবলি .সন্ত্রাস অবসানের প্রতীক। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কারগিলের যুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন। সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে জয়ের ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সীমান্তে দীপাবলি উদযাপনের ধারা তিনি অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখনও সেই দীপাবলির কথা স্মরণ করে যখন ভারতের সশস্ত্র বাহিনী কারগিলে সন্ত্রাস গুঁড়িয়ে দিয়েছিল।

 #Source: online/Digital/Social Media News   # Representative Image




#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Related News