Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু হল জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু হল জঙ্গি সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই। সেনা জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। একাধিক জঙ্গি চাত্রু এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলেছেন আধিকারিকরা।

বর্ষায় কাটাতে চান সমুদ্রতটে? লিস্টে রাখুন পশ্চিমবঙ্গের এই ৩টি সি বিচ

 উল্লেখ্য, এই চাত্রু অঞ্চলেই গত ২২ মে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক ভারতীয় জওয়ান। গত এক বছরে কিস্তওয়ার এলাকায় বেশ কয়েকটি বড়সড় এনকাউন্টার হয়েছে। যেসব জঙ্গিরা ওই অঞ্চলে আত্মগোপন করে রয়েছে, তারা পাহাড়ি জঙ্গলে লড়াইয়ে অত্যন্ত পারদর্শী বলেই মনে করছে গোয়েন্দা বিভাগ। সেনা ও সাধারণ নাগরিকদের উপর একাধিক হামলার সঙ্গে এদের যোগ রয়েছে বলে অনুমান। রবিবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা তাই কাশ্মীর ও জম্মুর বিভিন্ন এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সূত্রের খবর, অমরনাথ যাত্রাকে টার্গেট করতে পারে জঙ্গিরা, এমন আশঙ্কায় শুধুমাত্র কাশ্মীরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, পহেলগাম ও বালতালের দুটি যাত্রা পথজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। 


এ বছর বিশেষ সতর্কতার কারণে যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। উভয় রুটকে 'নো-ফ্লাই জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের উদ্দেশে পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। যাঁরা নিজেদের গাড়িতে যাচ্ছেন, তাঁদের নির্ধারিত কনভয়ের সঙ্গেই চলার নির্দেশ দিয়েছেন তাঁরা। প্রশাসনের আশঙ্কা, অমরনাথ যাত্রা ঘিরে আরও হামলার ছক কষতে পারে লুকিয়ে থাকা জঙ্গিরা, জারি রয়েছে তল্লাশি অভিযান। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News