এবার নবম শ্রেণী থেকেই পচ্ছন্দ মতো স্ট্রিম!

banner

#Pravati Sangbad Digital Desk:

নবগঠিত সিলেবাস কমিটির অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম শ্রেণি থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম (কলা, বাণিজ্য, বিজ্ঞান) বেছে নেওয়ার সুযোগ দেওয়া দিতে হবে। তবে পুরো বিষয়টাই রয়েছে এখন ও ভাবনা স্তরে। তবে জানা গেছে,মেন্টরদের সাথে কথা বলেই এই সিদ্ধান্তকে চূড়ান্ত করবে এই নবগঠিত সিলেবাস কমিটি। ১লা জুন সিলেবাস কমিটির মূল বৈঠক হওয়ার কথা। সেখানে সদস্যরা তাঁদের মতামত জানাবেন। উপস্থিত থাকবেন শিক্ষাদপ্তরের আধিকারিকরাও। তারপর কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে। এই প্রক্রিয়া শেষে শিক্ষাদপ্তরের সবুজ সঙ্কেত মিললেই সুপারিশ কার্যকর করার কথা ভাবা হবে।
এ প্রসঙ্গে বলা যায়, ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার। আর তারপরই শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। একদল এই শিক্ষানীতির প্রশংসা করলে ও অন্যদল আবার শিক্ষানীতির বিরোধিতা করেছিল। যেমন, তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গ ও এই জাতীয় শিক্ষানীতির তখন বিরোধিতা করেছিল। আর তাই পর্যালোচনার জন্য বিশেষ নবগঠিত সিলেবাস কমিটি তৈরী হয়। সিলেবাস কমিটির এক সদস্য বলেন, 'যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাদের কলাবিভাগের বিষয়গুলি অত বিস্তারিত না পড়লেও চলে। আবার বাণিজ্য যাদের পছন্দের স্ট্রিম, তারা কেনই বা পদার্থবিদ্যার খুঁটিনাটি পড়বে? তার চেয়ে নিজস্ব বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করলেই কেরিয়ারে সুবিধা হবে।' 
বর্তমানে আইসিএসই বা সিবিএসই স্কুলগুলির পড়ুয়ারাও একইভাবে বিষয় বাছাই করে নিতে পারে নবম শ্রেণি থেকে। কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, তাতেও এই ধরনের প্রস্তাবগুলি সব ঠিক থাকলে রাজ্য বোর্ডও সেই পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News