Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি বজায় রাখল জয়ের ধারাবাহিকতা

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ একটি অসাধারণ ম্যাচ দেখলো গোয়ার ফতেরদা স্টেডিয়াম, খেলা ছিল মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার। গত বারের চ্যাম্পিয়নরা এবারেও উজ্জ্বল ভাবে শুরু করলো তাদের লিগ যাত্রা। আজকের খেলাতে দেখা গেছে আক্রমণ, প্রতিশোধ, আক্রমণ, কার্যত মুম্বাই সিটি এফসির আক্রমণের সামনে পর্যুদস্ত হয় এফসি গোয়া। আজ ৩-০ গোলে জয় লাভ করে, বাকিংহাম-এর মুম্বাই সিটি এফসি, তাদের আগের সিজনের কোচ এবং টিম এর সাথে এই বারের টিমের অনেক পার্থক্য রয়েছে।  

          আগের বারের আইএসএল জয়ী কোচ সর্জিও লোবেরার বদলে এসেছেন দেশ বাকিংহাম, যিনি মেলবোর্ন সিটির অ্যাসিসটেন্ট কোচ ছিলেন ২০২০-২১ সালে।


           মুম্বাই সিটি এফসির এত দিনের চীনের প্রাচীর আমৃন্দর-এর বদলে এসেছেন মোহাম্মদ নওয়াজ। এবারে নেই তাদের আগের বারের সেরা খেলোয়াড় বৌমৌস যার আইএসএল এ এসিস্ট সংখ্যা (২৪) তার বদলে এসেছেন ক্যাসিও গ্যাব্রিয়েল। 

           আজ যিনি সারা ম্যাচে পার্থক্য গড়ে দিয়ে গেলেন তার নাম হলো ইগোর আঙ্গুলো, তার নামের পাশে আজ আছে ২ টি গোলের সংখ্যা। কে এই ইগোর অ্যাঙ্গুলো? আগের বছর ইগোর অ্যাঙ্গলো ছিলেন এফসি গোয়ার খেলোয়াড়। আগের বছর তার খেলায় খুশি হয়নি গোয়া এফসির ম্যানেজমেন্ট, তাই হয়তো তো তাকে ছেড়ে দেয় ম্যানেজমেন্ট টিম। আজ সেই আঙ্গলোই নিলেন মধুর প্রতিশোধ, তার আগের টীমের বিরুদ্ধে ২ গোল দিয়ে।।


           আজকের খেলার প্রথমার্ধ থেকেই এফসি গোয়ার ডিফেন্সে প্রচুর ত্রুটি দেখা যাচ্ছিল। যে কারণে মুম্বাইয়ের আক্রমণ আরও গাঢ় ও ভাবে কামড় বসাচ্ছিল গোয়ার রক্ষণ ভাগে। প্রথমার্ধে গোয়ার পেনাল্টি বক্সের মধ্যে একটি ভয়ানক ট্যাকেলের কারণে মাঠ ছাড়ছে হেয়েছে মুম্বাইয়ের ভিগ্নেস দক্ষিণামূর্তি কে, কিন্তু রেফারির ভুলে নায্য পেনাল্টি পাইনি মুম্বাই। কিন্তু পরও ক্ষণেই গোয়ার রোমারিও জেসুরাজ আবার নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে বসেন এবং এই বার আর রেফারি কোনো ভুল করেননি, সাথে সাথেই পেনাল্টি দেন মুম্বাইকে, সেই পেনাল্টি কে গলে পরিবর্তন করতে কোন ভুল করেননি ইগোর অ্যাঙ্গুলো।

          যদিও মাঝে মধ্যে বেশ কিছু ভালো আক্রমণের মাধ্যমে এফসি গোয়া আঘাত আনতে চেয়েছিল বটে, কিন্তু সেই বিভাগে তারা সম্পুর্ণ ভাবে বিফল হেয়েছ। ফাঁকা গোলের সন্ধান পেয়েও বলটি কে গোল পোস্টের বাইরে পাঠিয়ে দেন গোয়ার খেলোয়াড়রা, এই সব গোলের চান্স গুলি কে মিস করলে এফসি গোয়ার এবারের আইএসএল এ ভালো ফল করা খুবই কষ্টসাধ্য হবে।


          মুম্বাই সিটির রেনিয়ের ও দুটি সহজ গোলের সুযোগ মিস করেন, এক সময় খুব সুন্দর ভাবে নিজের স্কিল দেখিয়ে গোয়ার পেনাল্টি বক্সের মধ্যে ঢুকলেও গোল কিপার ধীরাজ সিং এর মাথার ওপর দিয়ে ক্রস বারে বল টি কে মারেন, আজকের দিনে হয়তো তার নামের পাশেও ২ টি গোল থাকতো। 

           পরে ইগোর অ্যাঙ্গলো চিতা বাঘের ন্যায় গোয়ার ডিফেন্ডার দের কাটিয়ে আর একটি অসাধারণ গোল দেন। আজকের ম্যাচের পর পরিষ্কার হয়ে গেলো যে এবারের গোল্ডেন বুট এর দৌড়ে ইগোর অ্যাঙ্গলোও এক সপ্রতিভ মুখ।


         মুম্বাইয়ের হয়ে শেষ গোল টি দেন ক্যাটাটাও।জাহুর একটি অসাধারণ ফ্রী কিক থেকে ক্যাটাটাও খুব বুদ্ধিদীপ্ত ভাবে হেড দিয়ে ম্যাচের শেষ গোল টি করেন।।

          এই ম্যাচ শেষে লীগ টেবিলে ১ চলে এলো মুম্বাই সিটি এফসি, এবং এফসি গোয়া রইলো ১১ নম্বর স্থানে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamajay Shrimany

Related News