#Pravati Sangbad Digital Desk:
পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাঘ অন্যতম ভূমিকা পালন করে থাকে, তবে সংখ্যাটা আগের তুলনাই কমেছে অনেকটাই তার অন্যতম কারণ হিসাবে বলা যায় বাঘেদের বাসস্থান আগের তুলনাই অনেকটাই কমেছে, জঙ্গল কেটে তৈরি হয়েছে বাড়ি। বর্তমানে বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ দেশের বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যার ফলে বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যা, আর এবার বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে আরও এক নতুন পদক্ষেপ গ্রহণ করলো রাজস্থান।
রাজস্থানে ইতিমধ্যেই তিনটি ব্যাঘ্র সংরক্ষণ ছিল, আবার একটি নতুন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হল রাজস্থানের রামগড়ে। জানা গিয়েছে এটিই ভারতের প্রথম লেপার্ড বা চিতা বাঘের সংরক্ষণের কেন্দ্র, একটি হল আমগর লেপার্ড রিজার্ভ ফরেস্ট এবং ঝালনা লেপার্ড। এই নতুন ব্যাঘ্র প্রকল্পের জন্য প্রায় ১৫২৪ হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে, যা চিতা বাঘদের সংরক্ষণের জন্য আদর্শ স্থল বলে মনে করা হচ্ছে। ঠিক পাঁচ বছর আগের বাঘ সুমারির পরে রাজস্থানের এই অঞ্চলে লেপার্ড রিসার্ভ ফরেস্ট তৈরি করার দাবি উঠেছিল, কারণ এই অঞ্চলে চিতা বাঘের সংখ্যা আগের তুলনাই অনেকটাই বেড়ে গিয়েছিলো এবং প্রজননের হারও ছিল অনেকটাই বেশি, তবে ঝালনা লেপার্ড রিজার্ভ ফরেস্টে চিতা বাঘের পাশাপাশি এই সংরক্ষিত উদ্যানে রয়েছে শেয়াল, নীলগাই, হায়না সেই সাথে রয়েছে বন কাঠবেড়াল।
বনবিভাগের তরফ থেকে জানা গিয়েছে নতুন এই দুই ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল সাফারির বিশেষ ব্যাবস্থা নেওয়া হয়েছে।