দাবানলের দখলে টেক্সাস, আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রশাসন

banner

#Pravati Sangbad Digital Desk:

টেক্সাসের টেলরে ফের দাবানলের দেখা মিলেছে, সম্প্রতি টেক্সাসের টেলরে প্রায় ৭ হাজার একর জঙ্গল আগুনের লেলিহান শিখায় ছায়ের গাদাই পরিণত হতে শুরু করেছে, বিপন্ন হচ্ছে সেখানকার সাধারণ মানুষদের জন জীবন, সেই সাথে ক্ষতির মুখে পড়েছে অসংখ্য বন্য প্রাণীর জীবন। তবে এই প্রথম নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাস মূলত দাবানল এবং বালি ঝড়ের জন্যই বিখ্যাত, সেখানকার সরকারের পক্ষ্য থেকে সাধারণ মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই সাথে সুরক্ষার কারণে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে হাইওয়ে। টেক্সাসের আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির, আর সেই কারনেই টেক্সাসের বিভিন্ন অঞ্চলে দাবানলের দেখা মেলে, সেই সাথে মাঝে মধ্যেই অ্যালিসন, হ্যারিকেন, ক্লডেটের মতো বালি ঝড়ের দেখা মেলে, যার জেরে স্থানীয় মানুষদের প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হয়।


জানা গিয়েছে এখনও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে, তবুও এখনও পর্যন্ত দাবানল আয়ত্তে আসেনি। সেই সাথে টেক্সাসের উত্তর এবং পশ্চিমাঞ্চলের প্রায় সিংহ ভাগ অঞ্চল জুড়েই খরা দেখা দিয়েছে, যার ফলে বেড়েছে মাটির আদ্রতার পরিমাণ, অন্যদিকে সে দেশের আবহাওয়া অফিসের তরফ থেকে জানানয় হয়েছে, টেক্সাসের তাপমাত্রা বিগত ১০০ বছরের তুলনাই প্রায় ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে, ফলে স্বাভাবিক ভাবেই আগুন  নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News