অবসরের পরে দত্তক নিলেও মিলবে পারিবারিক পেনশন

banner

#Pravati Sangbad Digital Sangbad:

সাধারণত কোন ব্যাক্তি যদি সরকারি কর্মচারী হন, তাহলে তার মৃত্যুর পরে তার বিধবা স্ত্রী, কিংবা তার ওপর নির্ভরশীল সন্তান যে কেও আইন অনুযায়ী ফ্যামিলি পেনশনের অধিকারী হন, যদি অবসর প্রাপ্ত কর্মচারী সন্তান দত্তক নেন তাহলে সেও পারিবারিক পেনশনের অধিকারী হন, কিন্তু হরিয়ানা সরকারের এক কর্মী তার অবসরের পর এক কন্যা সন্তান দত্তক নেন, কর্মচারী অবসর নিয়েছিলেন ১৯৯৩ সালে, ঠিক তার দুই বছর পরে ১৯৯৫ সালে হরিয়ানা সরকারের অবসরপ্রাপ্ত ওই কর্মচারী গুজ্ঞু রাম এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন, কিন্তু বাবার মৃত্যুর পরে সরকার তাকে কোন ভাবেই মান্যতা দেইনি এবং পারিবারিক পেনশনও দেয়নি। হরিয়ানা বাসিন্দা গুজ্ঞু রাম পিডাব্লিউডি তে বেলদার হিসাবে কাজ করতেন দীর্ঘদিন ধরে, তার দত্তক কন্যা জানিয়েছেন, “ বাবা মৃত্যুর আগে আমার পেনশনের জন্য সব রকম ব্যাবস্থা করে গিয়েছিলো, কিন্তু সরকার তা অস্বীকার করে”।
গুজ্ঞু রাম ২০০৬ সালে মারা যান, তার দীর্ঘ ১১ বছর পরে ২০১৭ সালে মেয়ে পারিবারিক পেনশনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক পেনশনের মামলা আদালতে গড়াই, অবশেষে হরিয়ানা হাইকোর্ট সরকারকে পারিবারিক পেনশন চালু করার নির্দেশ দিয়েছে। আদালতের কোথায়, “ কোন ব্যাক্তি যদি চাকুরি জীবনের শুরুতে বা চাকুরি জীবনের শেষে সন্তান দত্তক নেন তাহলে তাতে কোন অসুবিধা নেই, এটি সংবিধান সম্মত বিষয়, কিন্তু যদি অবসরের পরে সন্তান দত্তক নেওয়ার জন্য পারিবারিক পেনশন না দেওয়া হয় তাহলে দত্তক সন্তানদের প্রতি অন্যায় করা হবে”। তবে আদালত আরও জানিয়েছে, তিনি পারিবারিক পেনশন পেলেও বকেয়া সুদ কোন ভাবেই পাবেন না, কারণ তিনি তার বাবার মৃত্যুর অনেক বছর বাদে পারিবারিক পেনশনের জন্য আবেদন করেছেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News