৯৯তম জন্মবার্ষিকীতে মুখভার মৃনাল প্রেমীদের, আজ মৃনাল সেনের জন্মতিথি।

banner

#Pravati Sangbad Digital Desk:

বাংলা চলচ্চিত্র জগতের কথা উঠলেই তিন জন মহীরুহের কথা সবার মনে আসে ঋত্বিক মৃনাল সত্যজিৎ। কিছু দিন আগেই চলে গিয়েছে এক মহীরুহ সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী, ঠিক ২মে বাংলা চলচ্চিত্র জগতের সাথে সাথে বাংলার চলচ্চিত্র প্রেমীরা প্রত্যেকেই সন্মান জানিয়েছেন তাকে। আর আজ ১৪ই মে বাংলা চলচ্চিত্র জগতের আরও এক বট বৃক্ষ মৃনাল সেনের ৯৯তম জন্মবার্ষিকী। ঠিক ৪ বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর পরলোক গমন করেছেন মৃনাল সেন, কিন্তু তিনি আজও বেঁচে আছেন বাঙালি মননে।
১৯২৩ সালের ১৪ই মে তৎকালীন পরাধীন ভারতের পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্ম গ্রহণ করেন মৃনাল সেন। ফরিদপুরের একটি স্কুলে পড়াশোনা শেষে তিনি কোলকাতায় স্কটিশ চার্চ কলেজ এবং পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন। কিন্তু তখনও পর্যন্ত তিনি কোন ভাবেই চলচিত্র জগতের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু পরে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। তবে চলচ্চিত্র পরিচালনার আগে তিনি বহুদিন সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। এর বহু পরে ১৯৫৫ সালে মুক্তি পায় মৃনাল সেনের প্রথম ছবি রাত ভোর, কিন্তু এই ছবি খুব একটা সাফল্য এনে দেয়নি তাকে। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নীচে এবং বাইশে শ্রাবণ তার অমর সৃষ্টি গুলির মধ্যে অন্যতম, যা আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে তার পরিচিতি এনে দেয়। তার অন্যতম চলচ্চিত্র গুলির মধ্যে একটি হল ১৯৬৯ সালের ভুবন সোম, যাতে উৎপল দত্তের উপস্থিতি আজও সকলকে মুগ্ধ করে। ১৯৭১ সালের কোলকাতা ট্রিলজির প্রথম ছবি ইন্টার্ভিউ এর নতুন রঞ্জিত মল্লিককে যে দেখেছে তাতে তাকে কোন ভাবেই ভোলা সম্ভব নয়, “ একে আপনারা সিনেমা বলেন নাকি, এত জীবনের কথা”। পরবর্তী সময়ে ১৯৭২ সালে কোলকাতা ৭১ এবং ১৯৭৩ সালের পদাতিক যা কোলকাতা ট্রিলজির শেষ ছবি।
১৯৭৬ সালের মৃনাল সেনের 'মৃগয়া' ছবির নায়ক হিসাবে আমরা পেয়েছিলাম মিঠুন চক্রবর্তীকে, যা তার জীবনের প্রথম সিনেমা তার পরের ইতিহাস আমাদের সকলের জানা। শুধু বাংলা চলচ্চিত্র নয় পাশাপাশি হিন্দি ,তেলেগু ,তামিল্ ,ওড়িয়া ভাষাতেও সিনেমা পরিচালনা করেছেন মৃনাল সেন। পেয়েছেন একাধিক সন্মান। বড়পর্দায় চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি টেলিভিশনে ধারাবাহিক পরিচালনাও করেছেন অসংখ্য। ফরাসি সরকারের সর্বচ্চ নাগরিক সন্মান কম্যান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস সন্মান পেয়েছেন তিনি,২০০৫ সালে দাদাসাহেব ফালকে সন্মান পান তিনি।

২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের এক নিষ্ঠুর সকালে মৃনাল সেন আমাদের ছেড়ে চলে গেলেও তিনি আজীবন থেকে যাবেন আপামর বাঙালি মননে, অন্তত যতদিন বাংলা চলচ্চিত্র জগত বেঁচে থাকবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: