আজ বৃহস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩০,মার্চ-২০২৩ আপনার দিন কেমন যাবে জেনে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

মেষ রাশি:-ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। ধর্ম-কর্মে মন বসবে না, তবুও ধর্মাচরণের চেষ্টা করা একান্ত কর্তব্য।ছেলে-মেয়েদের স্বাস্থ্য তেমন ভাল না-ও থাকতে পারে। সোজা কথায়, এ বছর বন্ধুদের দ্বারা উপকার হবে।মায়ের স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটতে পারে।  ভাইবোনেদের সঙ্গে সদ্ভাব থাকবে।  পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

বৃষ রাশি:- পেটের গোলমাল, সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।পরীক্ষার ফল ভাল না-ও হতে পারে।  পিতা-মাতার, বিশেষত পিতার শারীরিক ক্লেশভোগের যোগ প্রবল।  ধর্মাচরণে ব্রতী হলে অনেক সুফল পাওয়া যাবে। শরীর তেমন ভাল থাকবে না। আর্থিক অবস্থা মোটামুটি ভাল থাকবে।

মিথুন রাশি:-অভিনেতা-অভিনেত্রীদের জন্য বছরটা অপেক্ষাকৃত ভাল।  শরীর তেমন ভাল না-ও থাকতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে।নিজের ও সন্তানদের লেখাপড়ায় বিঘ্নের আশঙ্কা রয়েছে, তবে শেষরক্ষা হবে বলেই মনে হয়।উপার্জনে মাঝেমাঝে বিঘ্ন ঘটতে পারে।

কর্কট রাশি:- ভাই-বোনদের শরীরে কিছু গোলযোগ দেখা দিতে পারে।  জেদ ও একগুঁয়েমি ত্যাগ করতে পারলে সাংসারিক শান্তি বজায় থাকবে।মানসিক চঞ্চলতা থাকলেও আধ্যাত্মিক উন্নতি সম্ভব হবে। সন্তানদের আচরণ ও কৃতিত্ব আনন্দের কারণ হবে। তাদের কাছ থেকে কিছু উপকার পাওয়া যাবে।ব্যবসায়ীদের কাছে এটি সুবর্ণসুযোগের বছর। যে কোনও কাজেই সাফল্য আসবে। আয় খুব ভাল হবে।আয় খুব ভাল হবে।

 সিংহ রাশি:-দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে মানসিক অশান্তি বাড়বে। অবিবাহিতের বিবাহযোগ প্রবল।কোনওসাধক পুরুষের সান্নিধ্যলাভ হতে পারে। দু-একজন লোক ক্ষতির সামান্য চেষ্টা করলেও শত্রুস্থান শুভই বলা যায়। ভাই-বোনদের শরীর ভাল থাকবে। বন্ধুর দ্বারা উপকারের আশা কম।শরীর-স্বাস্থ্য মধ্যম, মাথা ও পেট নিয়ে ভুগতে হতে পারে, অর্শাদি গুহ্যরোগের আশঙ্কা আছে।

কন্যা রাশি:-চাকরিতে কিছুটা উন্নতি লাভের আশা করা যায়। মাঝেমাঝে মন চঞ্চল হয়ে উঠলেও ধর্মাচরণে মতি থাকবে ও কিছু সুফল পাওয়া যাবে।  পিতার শরীরে কোনও ক্ষত দেখা দিলে বিশেষ সাবধান হওয়া দরকার। পিতা-মাতার সঙ্গে সামান্য মনোমালিন্যের আশঙ্কা আছে। ভাই-বোনদের সঙ্গে মাঝেমাঝে মতানৈক্য দেখা দিলেও তা স্থায়ী হবে না।আমদানি-রফতানির ব্যবসায় কিছু উন্নতি হতে পারে।তবে টাকার অভাবে কোনও কাজ নষ্ট হবে না।

তুলা রাশি:- আধ্যাত্মিক উন্নতি লাভের আশাও কম। বন্ধুরূপী শত্রু সম্বন্ধে সাবধান থাকা উচিত।অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত, না হলে ক্ষতি হবে।ভাই-বোনদের সঙ্গে সদ্ভাব নষ্ট হবে না।কোনও আর্থিক অসুবিধা দেখা দেবে না।ধনভাব শুভ। আয় বেশ ভাল হবে, ব্যয় হবে কম।

বৃশ্চিক রাশি:-এ বছরটি সদ্গুরুলাভ ও আধ্যাত্মিক উন্নতিলাভের বছর। বিবাহের পর আর্থিক উন্নতি বাড়বে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে বলেই মনে হয়।পারিবারিক শান্তিতে একাধিক বার বিঘ্ন ঘটতে পারে।এ বছরটা ভালই চলবে। আয় খুব ভাল হবে, ব্যয় কম হবে।

ধনু রাশি:- পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে না।হতাশা কাটিয়ে জপ-ধ্যানে মন দিলে অনেক উন্নতি হবে।তাঁদের সঙ্গে মতানৈক্য ও সামান্য মনোমালিন্যের আশঙ্কা রয়েছে।  একটি সন্তানের বিয়ের ব্যাপারে উদ্বেগ বাড়বে।এই বছর আয় খুব ভাল হবে। ব্যয় খুব বেশি হবে না, বছরের মাঝামাঝি সময়ে কিছু ঋণ করতে হতে পারে।

মকর রাশি:-রাহু অনিষ্টের চেষ্টা করলেও জাতকের ধর্মাচরণে মতি থাকবে, বাধাবিঘ্ন কাটিয়ে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারলে আধ্যাত্মিক উন্নতিলাভ সম্ভব।  বিবাহিত জীবন অসুখের হবে না। পিতার শারীরিক অবস্থার বিশেষ কোনও পরিবর্তন না হলেও মাতার স্বাস্থ্য ভাল থাকবে না।বেশির ভাগ বন্ধুই অসহযোগিতা করবে। অল্প সংখ্যক বন্ধু উপকারে আসবে।আয় ভাল হবে। তুলনামূলক ভাবে ব্যয় হবে কম।

কুম্ভ রাশি:-বাধাবিঘ্নে হতাশ না হয়ে জপ-ধ্যানে মন দিলে উন্নতি হবে।পিতা-মাতার সঙ্গে মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা যাচ্ছে। বন্ধুভাব শুভ নয়।  তবে শ্বাসকষ্ট জাতীয় রোগ সৃষ্টি হলে অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করবেন। অনেক আয় হবে। আয়ের তুলনায় ব্যয় কম হবে।

মীন রাশি:-ঈশ্বরে বিশ্বাস রেখে চেষ্টা করলে অনেক সুফল পাওয়া যাবে।সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে।স্ত্রীর স্বাস্থ্যের অবনতি কিংবা তাঁর সঙ্গে মতান্তর-কলহ মনকে ভারাক্রান্ত করতে পারে। অন্য বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।কোনও এক ব্রাহ্মণ বন্ধুর কাছ থেকে আশানুরূপ উপকার পাবেন না। বন্ধুভাব ভাল।দু-এক বার শরীর খারাপ হওয়া অসম্ভব নয়।


 

  


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal