Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজের শেষ ম্যাচে ভারত তুলল ১৮৪/৭

banner

#Kolkata:

ইডেনে চলছে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইডেন গার্ডেন্স তাঁর কাছে বরাবরই পয়া। শেষবার টি ২০ আন্তর্জাতিকে ভারত যে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০১৮ সালে সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। আজ তিনি ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।


২০১৯ সালের পর ২০২১। ২ বছরের ব্যবধান। ফের ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। গোলাপি বলের টেস্টের পর এবার টি-টোয়েন্টি।

নিয়মরক্ষার ম্যাচ। এমন ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়াই লক্ষ্য থাকে যে কোনও দলের থিঙ্ক ট্যাঙ্ক-এর। তাই এই ম্যাচে ঈশান কিষানকে শুরুতেই পাঠানো হয়েছিল রোহিত শর্মার সঙ্গে। ঈশান ২১ বলে ২৯ রান করে শুরুতেই ইনিংসে গতি আনলেন। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ। তবে রোহিত শর্মা যেন একাই সব অভাব মিটিয়ে দিলেন। ৩১ বলে করলেন ৫৬ রান। আর আউট হলেন যেভাবে, সেটাও সচরাচর দেখা যায় না। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল লং-এ খেলতে চেয়েছিলেন। ব্যাটের প্লেট ঘুরে যায়। ধরা পড়েন বোলার ইশ সোধির হাতে। সেই ক্যাচ হয়তো একশোটার মধ্যে একটা ধরতে পারবেন সোধি।


প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৪/৭। অক্ষর পটেল ২ ও দীপক চাহার ২১ রানে অপরাজিত ছিলেন।

ইডেন ম্যাচ ঘিরে গোটা শহর জুড়ে যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে, তার আঁচ কলকাতায় পা দিয়েই টের পেয়েছে টিম ইন্ডিয়া। তবে, এখনও শুকোয়নি বিশ্বকাপ-ক্ষত। তাই বদলা হিসেবে হোয়াইট ওয়াশ করেই থামতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তাই, নজরে ছিল ইডেনের পিচ। এদিন দুপুরে কলকাতা এসে পৌঁছয় ভারত, নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সটান ইডেনে গিয়ে হাজির রাহুল দ্রাবিড়। সঙ্গে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।


২০ ওভারে ১৮৪ রান তুলল ভারত। ৮ বলে ২১ রান করলেন দীপক চাহার। ভারতের বড় স্কোর তোলার পিছনে বড় ভূমিকা নিলেন তিনি।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগে 'ইডেন বেল' বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি থেকে আগেই জানানো হয়েছিল যে, ক্রিকেটের নন্দনকাননে রোহিত শর্মা ও টিম সাউদিদের দ্বৈরথ শুরু হবে সৌরভের বেল বাজানো দিয়েই। রবিবার তেমনটাই ঘটল।

বেল বাজানোর মুহূর্তে সৌরভের সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস ও কোষাধক্ষ্য দেবাশিস গঙ্গোপাধ্যায় সিএবি থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Abhinaba Poddar

Related News