ভুল করে দেড় কোটি টাকা জমা পড়লো ১৫টি এসবিআই একাউন্টে

banner

#Pravati Sangbad Digital Desk:

এসবিআই ব্যাংক কর্মীর ভুলের জন্য দেড় কোটি টাকা যে একাউন্টে পড়ার কথা তা না করে অন্য একটি ভুল একাউন্টে পড়ে যায়। যার ফলে অত্যন্ত অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। জানা যায় একটি সরকারি প্রকল্পের টাকা ছিল এটি যার অপব্যবহার করা হয়। ফলে ঐ বিশেষ খাতের টাকা যার কাছে যাওয়া উচিত তা না গিয়ে অন্য জনের কাছে চলে যায়। জানা যায় এই টাকা 'দলিত বন্ধু' প্রকল্পের টাকা তপশিলি পরিবার কে এককালীন 10 লক্ষ টাকা করে দেওয়া হয়। এটি মূলত এই বিশেষ গোষ্ঠীর মানুষদের মূলধন সহায়তা করার জন্য দেওয়া হয়। মোদি সরকারের তৈরি করা এই প্রকল্পের লক্ষ্য হলো তপশিলি পরিবারকে 100% ভর্তুকি দেওয়া, যাতে তারা আয়ের উৎস বের করতে পারে।
জানা যায় ভুল করে এই টাকা পড়ে গেছে অন্য 15 জনের বেতন অ্যাকাউন্টে এবং লোটাস হাসপাতালে কর্মীদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা করে পড়েছে বলে জানা যায়। ঘটনাটি নজরে আসতেই টাকা ফেরতের নির্দেশ দেয় এসবিআই ,রঙ্গারেড্ডি জেলার কালেক্টরেট শাখার আধিকারিকরা এবং তারা নিজেদের ভুল প্রকাশ করেন। জানা যায় ওই হাসপাতালে কর্মীদের মধ্যে 14 জন টাকা ফেরত দিয়ে দিয়েছে কিন্তু মহেশ নামে একজন বাকি আছে যাকে ফোনে পাওয়া যায়নি তাই জন্য তার অ্যাকাউন্টে  ভুলবশত পাঠানো টাকা ফেরত পাওয়া যায়নি। আবার জানা যায় মহেশ নামে যে ব্যক্তির অ্যাকাউন্টে  ভুলবশত 10 লক্ষ টাকা পড়েছে তিনি সেখান থেকে কিছু টাকা তুলে নিজের ঋণ শোধ করেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এস বি আই কর্তৃপক্ষ রা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেন এবং তাকে টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয় কিন্তু তিনি এখনো পর্যন্ত টাকা ফেরত দেননি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News