পঁচিশে বৈশাখে কবিপ্রণাম পালিত হচ্ছে আজ জেলায় জেলায়

banner

#Pravati Sangbad Digital Desk:

আমার সকল রসের ধারা
  তোমাতে আজ হোক-না হারা।
আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী। রাজ্য জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্র-জয়ন্তী। বাঙালির সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি সবকিছু জড়িয়ে আছে রবি ঠাকুর। প্রতিটি বাঙালির গর্বের সাথে পালিত করে এই বিশেষ দিনটি। প্রতি বছর এই দিনটিতে রবি ঠাকুরের নাচে-গানে আবৃত্তিতে ভরে ওঠে মঞ্চ। শুধু যে আমাদের দেশেই এই কবি স্মরণ হয় তা নয় প্রবাসী বাঙালিরা একইভাবে পালন করে কবি দিবস। তাতে যোগ দেয় বিভিন্ন প্রবাসের লোকেরা কারণ কবি যে বিশ্বকবি।
২৫শে বৈশাখ  ১২৬৮ , কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন কবি রবীন্দ্রনাথ। তার জন্ম দিবস কে উপলক্ষ করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের বিশ্বভারতী তে হয় রবি স্মরণ। পুঁথিগত বিদ্যা ছাড়াও যার সাহিত্যে অপার অবদান, তিনি হলেন রবীন্দ্রনাথ। সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে দর্শন, রাজনৈতিক ,সামাজিক বিভিন্ন দিকের পথিক ছিলেন তিনি। নাট্যকার চিত্রশিল্পী লেখক অভিনেতা সংগীতশিল্পী সমস্ত কিছুর সমষ্টি ছিলেন কবিগুরু। তার থেকে অনুপ্রাণিত হয় বাঙালি সমাজ। আজও সংগীত জগত তার সৃষ্টি করা গান ও নতুন আঙ্গীকে তৈরি করে মন ভরাচ্ছে সবার। শুধু রবীন্দ্রজয়ন্তী নয় সারা বছর ধরে যে কোন অনুষ্ঠানে সম্মুখভাগ জুড়ে থাকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র নৃত্য, নাটক ও বিভিন্ন আবৃত্তিতে।

এ বছরের জন্ম তিথিতে নোবেল কমিটির পক্ষ থেকে কবিকে শ্রদ্ধা জানানো হয়েছে তারই  কিছু বিরল ছবি ও জাতীয় সংগীত জনগণমন-এর ইংরেজি অনুবাদের লিপি দিয়ে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty