আজ মায়েদের দিন

banner

#Pravati Sangbad Digital Desk:

মা, যেখানে সব চিন্তার সমাপ্তি। যেখানে মিশে থাকে মুক্তি।বছরের কোনও একটা দিন কি শুধু মায়েদের দিন? তর্কটা বহুদিনের। বহু চর্চিত। তবু বছরের একটা বিশেষ দিন যদি একটু অন্যরকম হয়, শুধুমাত্র মায়েদের জন্য হয়, তাতে ক্ষতি কি? একজন শিশুকে জন্ম দেওয়া, তাতে লালন পালন করা থেকে তার চলার পথ দেখানো- মায়ের জীবনের রয়েছে বিস্তর দায়িত্ব। একজন মায়ের ত্যাগই বাচ্চার ভবিষ্যত সুন্দর করে।
মায়ের কল্যাণেই পৃথিবীতে আলোর মুখ দেখতে পায় সন্তান। মাত্র এক অক্ষরে শব্দটি গঠিত হলেও এর ব্যাপ্তি সাগরের চেয়েও বিশাল। এই শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই। জন্মের পর মানুষের মুখে এই শব্দই বেশি উচ্চারিত হয়। পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কটা একদিকে আর মায়ের সঙ্গে অন্যদিকে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ হচ্ছেন মা।সব ধর্মেই মায়ের মর্যাদা অনেক উপরে। কারণ মা হলো সেই ব্যক্তি, যার ভেতরে আমাদের পূর্ণতা পাওয়া। একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে পৃথিবীতে আসা।মা-য়ের ঋণ কোনও দিনই শোধ করা সম্ভব নয়।
নানা দেশের পুরাণেও মাতৃ দিবসের উল্লেখ আছে। মাতৃ দিবসের আধুনিক উদযাপন শুরু হয় ১৯০০ সাল থেকে। আনা জার্ভিস নামে এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মাকে সম্মান জানাতে গির্জার সামনে উপাসনা করেছিলেন। সেই থেকেই মাতৃ দিবস পালিত হচ্ছে বলে জানা যায়। তারপর ১৯২৪ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। এরপর একে একে সারা বিশ্বের বিভিন্ন দেশে মাতৃ দিবস পালিত হতে থাকে।আজ, মাদার্স ডে উপলক্ষ্যে চমৎকার একটা ডুডল শেয়ার করেছে গুগল। সন্তানকে আদর ও পরম যত্নে কীভাবে লালনপালন করে তা এই দারুণ মিষ্টি  অ্যানিমেটেড জি.আই.এফ দেখানো হয়েছে। আজ গুগলের অরিজিন্যাল লোগোর জায়গায় রয়েছে এই অ্যানিমেটেড জি.আই.এফ  ।শুধু তাই নয় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সেলিব্রিটিরাও আজ ৮ই মে আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে জানান, ”মহান মা, আমাদের জীবনদাত্রী মা,আমাদের মাতৃদেবী, আমাদের মাতৃভূমি এবং বিশ্ব মাতাকে আমি আমার কবিতা এবং গানের মাধ্যমে আহ্বান করেছি। বিশ্বের সব মায়েদের স্যালুট জানাই।”অন্যদিকে স্বস্তিকা মুখার্জী আজ নিজে সোশ্যাল মিডিয়ায় জানান, "আমার শরীরের মধ‍্যে আমি সন্তানকে বহন করেছি। আমি শরীর নিখুঁত নয়, দাগে ভরা। কিন্তু যখনি আমি আয়নায় নিজেকে দেখি, একজন মাকে দেখতে পাই। এর থেকে বড় সম্মান বা আশীর্বাদ আর কিছুই হতে পারে না। সেই সমস্ত বাবা মা দের জানাই মাদার্স ডের শুভেচ্ছা, যারা একসঙ্গে দুটো দায়িত্ব পালন করছেন। আপনারা অসাধারণ! আমাদের জন‍্য উল্লাস!"তেমনি বলিউডের বেবো মানে আমাদের সকলের প্রিয় করিনা কাপুর ও সোশ্যাল মিডিয়ায় তাঁর দুই সন্তানের সাথে ছবি পোস্ট করে সকলে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 
বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সব বিশেষ দিন উদযাপনে আগ্রহ বেড়েছে। মায়েদের জন্য বিভিন্ন দোকানে যেমন কেনাকাটায় চলে প্রচুর ছাড় সেই সঙ্গে কিছু সংস্থা আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। রেস্তোরাঁতে থাকে স্পেশ্যাল মেনু, কেউ বানান মায়ের পছন্দের বিভিন্ন ডিশ, ফুল, ব্যাগ, শাড়ি, গয়না এবং প্রয়োজনীয় বিভিন্ন উপহারে ভরিয়ে দেন মায়ের ঝুলি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srijita Mallick