#Pravati Sangbad Digital Desk:
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এই দিনই সত্য জুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয়। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পুজা করা হয়।
• তৃতীয়ার তিথি শুরু – ১৯শে বৈশাখ/৩রা মে(মঙ্গলবার)
• তৃতীয়া তিথি শুরুর সময় – ভোর ৫টা ২০ মিনিট
• তৃতীয়ার তিথি শেষ – ২০শে বৈশাখ/৪ঠা মে(বুধবার)
• তৃতীয়া তিথি শেষ সময় – ভোর ৫টা ২৫মিনিট ৮সেকেন্ড
• মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার ব্রত, তৃতীয়া অহোরাত্র
আজ সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে মানুষের ঢল নেমেছে অক্ষয় তৃতীয়ার বিশেষ পুজো ঘিরে। এদিকে, এই বিশেষ দিনে পুজো তিথি অনুযায়ী চলছে সোনার খরিদারিও।