দেশের নবীন সেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে!

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের নয়া সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি, ২৯ তম সেনাপ্রধান। ভিন্ন পথে হাঁটল ভারতের প্রতিরক্ষামন্ত্রক। এই প্রথম সেনাপ্রধানপদে নিয়োগ করা হল একজন ইঞ্জিনিয়ারকে। এখন তিনি সেনাবাহিনীর উপপ্রধান। ১ মে থেকে নতুন পদে বসবেন তিনি। এই প্রথম কোর অফ ইঞ্জিনিয়ার্স–এর কোনও অফিসার দেশের সেনাপ্রধান হলেন।  এখন দেশের সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারভানে। এই পদে তাঁর ২৮ মাসের মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল। ১ মে থেকে এই পদে বসবেন মনোজ পাণ্ডে। একথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পাশ করেছেন মনোজ। ১৯৮২ সালের ডিসেম্বর কোর অফ ইঞ্জিনিয়ার্স–এ নিযুক্ত হয়েছেন। ২০০১ সালে সংসদ ভবনে হামলা হয়। তার পর জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা সেক্টরে পরাক্রম অভিযানে নামে ভারতীয় সেনা।


সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলে। ওই অভিযানে প্রযুক্তিগত সাহায্য করেছিল সেনার যে দল, তার মাথায় ছিলেন মনোজ। তিনি গোটা পরিকল্পনা সাজান বলা যেতে পারে।  এতদিন মনোজ পাণ্ডে সহকারি সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। এবার জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের  জায়গায় দেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেবেন তিনি। সংবাদ সংস্থার খবর, এই মাসেই অবসর নেবেন বর্তমান সেনা প্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তাঁর ২৮ মাসের কাজ শেষ হবে ৩০ এপ্রিল। এরপরেই ভারতীয় সেনার দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে। ১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছরেই ভারতীয় সেনায় ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলান। আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Debopriya Banerjee

Related News