Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের জনক আম্বেদকরের জন্মদিন আজ

banner

journalist Name : Aditi Sarker

#pravati sangbad Digital desk:

আজ ১৪ই এপ্রিল,ডঃভীমরাও রামজি আম্বেদকর-এর জন্মদিন। তিনি সবার কাছেই নামে পরিচিত। ১৮৮৩সালে আজকের দিনে মধ্য প্রদেশের একটি খুবই দরিদ্র পরিবারে তিনি জন্মলাভ করেন। বি.আর.আম্বেদকর ছোটবেলা থেকেই একটু আলাদা চিন্তা ভাবনার মানুষ ছিলেন। সেই কারণে তাঁকে তরুণ অবস্থা থেকেই  নানা রকমের বাধার সম্মুখীন হতে হয়েছিল। তবে তিনি জন্মগত ও বিধিদত্ত প্রতিভার অধিকারী থাকার দরুন তিনি সমস্ত বাধাকেই কাটিয়ে ওঠেন।
বি.আর.আম্বেদকর জাতিতে ছিলেন “মহর”। এই জাতিকে তৎকালীন সমাজে অস্পৃশ্য বলেই মনে করা হত। আর এই কারণে তাঁকে শিক্ষা জীবন, কাজের জগৎ সব জায়গাতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ছাত্রদের মধ্যে জনপ্রিয় হলেও নিচুজাতের কারণে সহ শিক্ষকের  দ্বারাও তাঁকে বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল। এই সব কারণেই বি.আর.আম্বেদকর প্রায়ই এই অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করতেন। ১৯২৭ সালে বি. আর. আম্বেদকর অস্পৃশ্যতা দূরীকরণের বিরুদ্ধেসক্রিয় আইন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ১৯৩৬ সালে আম্বেদকর স্বনির্ভর শ্রমিক দল প্রতিষ্ঠা করেন, যেটি সক্রিয় আইন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ১৯৩৬ সালে আম্বেদকর স্বনির্ভর শ্রমিক দল প্রতিষ্ঠা করেন, যেটি ১৯৩৭ সালের কেন্দ্রীয় আইন প্রণয়ন পরিষদে ১৫টি আসন লাভ করে। ১৯৪৭সালের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতার দিন, নব্য গঠিত কংগ্রেসশাসিত সরকার আম্বেদকরকে জাতির প্রথম আইন মন্ত্রী পদ অর্পণ করা হয়। 
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এর রূপরেখা ও নীতি নির্দেশিকা হিল্টন ইয়ং কমিশনে বি.আর.আম্বেদকর এর দেওয়া প্রস্তাবনা থেকেই তৈরি হয়। একজন সামাজিক ও রাজনৈতিক সংস্কারক হিসাবে আধুনিক ভারতে আম্বেদকরের প্রভাব লক্ষণীয় ছিল। স্বাধীনতাত্তোর ভারতে তার সামাজিক রাজনৈতিক চিন্তাধারা সমগ্র রাজনৈতিক ক্ষেত্রে সম্মান অর্জন করে। তাঁর যুগান্তকারী পদক্ষেপগুলি অনেকের জীবনেই প্রভাব ফেলে এবং আজকের ভারতে দলিতদের আর্থ সামাজিক অবস্থার উত্তরণে আইনি এবং অন্যান্য সাহায্য প্রদান করে। ডঃ বি.আর.আম্বেদকর ভারতবর্ষকে এক আলাদা নজরে দেখতেন। তিনি অবিচ্ছিন্ন ভারতবর্ষকে স্বাধীন হিসাবে দেখতে চেয়েছিলেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আজকের দিনে
Related News