ওপার বাংলার বিরুদ্ধে জ্বলে উঠলেন এপার বাংলার দুই কন্যাসন্তান

banner

#Pravati Sangbad Digital Desk:

আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের নানা বদনাম শুনতে হয়েছিল তাদের, তাদের অফ ফর্মের কারণেই যে সেমিফাইনালে ভারতের ওঠার অঙ্ক জটিল হয়ে গেছে এরকম উদ্ধৃতিতে তাদের বিদ্ধ করেছিল সমালোচক মহল। আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচে স্বপ্নের স্পেলে বোলিং করে ভারতের সেমিফাইনালে যাওয়ার আসা জিইয়ে রাখলেন মিতালীর বোলিং ব্রিগেড। আর তার সঙ্গে ঝুলন গোস্বামীরা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে একটা ম্যাচ কখনোই একজন প্লেয়ারকে নির্ণয় করতে পারে না। 
 আজ শুরুতে টপ অর্ডারে কিছুটা ব্যর্থতা থাকলেও মোটামুটি রান পেয়েছেন ইয়াসতিকা ভাটিয়া, শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা। বিপক্ষের জন্য বড় রানের লক্ষ্য রাখতে না পারলেও কিন্তু হ্যামিল্টনে ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করলেন। আর তাতেই নিগার সুলতানার বাংলাদেশ মাত্র ৪০.৩ ওভারে ১১৯ রানে শেষ। 
এ দিন টস জিতে ভারত অধিনায়ক মিতালি রাজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটি নিয়ে ভারতীয় শিবিরের চিন্তা কিছুটা হলেও কমল এ দিনের পর। স্মৃতি মান্ধানা  এবং শেফালি ভার্মা  জুটিতে ৭৪ রান যোগ করেন। স্মৃতির ব্যাট থেকে আসে ৩০ রান। শেফালি ৪২ রান করেন। তিন নম্বরে নেমে ইয়াস্তিকা ভাটিয়া  অর্ধশতরান করেন। ৮০ বল খেলে ৫০ রান করেন ইয়াস্তিকা। ম্যাচের সেরার পুরস্কারও তাঁর হাতেই উঠল।  তবে টিম ক্যাপ্টেন মিতালি ০ রানে ফিরে যান আজ, রিচা ঘোষ (২৬), পূজাবস্ত্রকার (৩০ নট আউট), স্নেহ রানা (২৭) ভারতকে একটি সম্মানজনক ২২৯ রানের স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন।

 জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। বাংলাদেশের রান যখন মাত্র ১২, তখন রাজেশ্বরী গায়কোয়াড় ফিরিয়ে দেন বাংলাদেশ ওপেনার শারনিম আখতারকে (৫)। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ভারতীয় বোলারদের  সামনে টিকে থাকতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটার। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি অধিকাংশ বাংলাদেশি। একমাত্র লড়লেন সালমা খাতুন (৩২) ও লতা মণ্ডল (২৪)। ভারতীয় বোলারদের মধ্যে ২৭ রান করার পর স্নেহ রানা ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩৩ বলে ৩০ রানে অপরাজিত থাকার পর বল হাতে জ্বলে উঠলেন ২৬ রানে ২ উইকেট পূজা ভস্ত্রাকর। ১৯ রানে ২ উইকেট নিলেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী।
১১০ রানে জিতে শেষ চারের রাস্তায় এখনও থাকল ভারতীয় টিম। বাংলাদেশকে হারানোর ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবলের তিনে উঠে এল টিম। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবেন মিতালিরা। তবে, গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ বাকি থাকা ইংল্যান্ডকে কিন্তু একটা অন্তত ম্যাচে হারতে হবে। অথবা, প্রোটিয়া টিমকে বিরাট ব্যবধানে হারাতে হবে ঝুলনদের। তবেই সেমিফাইনালের দরজা খুলে যাবে ভারতের জন্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Related News