Flash News
Monday, September 22, 2025

শীতের শেষে নিম্নচাপের ভ্রূকুটি, হতে পারে বৃষ্টিও

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে বিদায় নিয়েছে শীত, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, সকালের দিকে হালকা ঘাম হলেও রাতের আবহাওয়া এখনও পর্যন্ত বেশ মনোরম, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একই ছবি, বসন্তের আভাস বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তবে এই মরশুমে শীতের শুরু থেকেই বারবার পথ আটকে দাঁড়িয়ে ছিল পশ্চিমী ঝঞ্ঝা, আর এবার শীত কাটতে না কাটতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের অবস্থান কয়েক ঘণ্টার মধ্যেই ভালো ভাবে বোঝা যাবে এবং তা ক্রমেই প্রতিবেশি দেশ শ্রীলঙ্কার দিকে এগোতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাংশে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের উপরের জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পঙে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানা গিয়েছে আগামী বেশ কিছু দিন উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News