#Pravati Sangbad Digital Desk:
কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। আলিপুর দপ্তর সূত্রে খবর, রাজ্যে ক্রমশ প্রবেশ করেছে উত্তরে হাওয়া। বঙ্গের মানুষ নভেম্বরে সেভাবে জাঁকিয়ে শীত অনুভব করতে না পারলেও, সপ্তাহের শেষে শীতের আমেজে মজতে পারে আপামর বাঙালী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোন বৃষ্টির সম্ভবনা নেই। তাই তাপমাত্রা কমতে পারে।
ধিরে ধিরে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়। শহরে সকালের দিকে ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকলেও ধিরে ধিরে আকাশ পরিষ্কার হতে থাকে। সকালের কুয়াশার ফলে দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছিল। তার ফলে বিমান ওঠা নামাতে অসুবিধা হয়েছে, ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর মেঘ কাটলেই পারদ পতন হবে রাজ্যে। আগেই পারদ পতনের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে সকালের দিকে আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে আকাশ থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। শুক্রবার সকালের তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
তবে রবিবার পর আবার পশ্চিমি ঝঞ্ঝার ঢুকবে এমন ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। যার জন্য উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এর জন্য আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ চড়বে বলে পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।