Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

করোনার চোখ রাঙ্গানিকে অগ্রাহ্য করেই চিনে শুরু শীতকালীন অলিম্পিক

banner

journalist Name : sagarika chakraborty

#pravati sangbad digital desk:

গোটা বিশ্ব জুড়ে চলছে কোভিড ১৯ এর দাপট, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান প্রদেশে প্রথম খোঁজ মিলেছিল কোভিড ১৯ মারণ ভাইরাসের, যা ধীরে ধীরে গোটা বিশ্বকে নিজের হাতের মুঠোই করে ফেলেছে। দীর্ঘ দুই বছরে গোটা বিশ্বের জন জীবন অনেক বদলে গিয়েছে করোনার কারণে, সমস্ত দেশ ভরসার জায়গা করে তুলেছে অনলাইন দুনিয়াকে। বিশ্বের কোথাও করোনার তৃতীয় ঢেউ কোথাও বা চতুর্থ ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে, কয়েক কোটি মানুষের মৃত্যু ঘটেছে। ঠিক তেমন ভাবেই ডিসেম্বরের শুরুর দিক থেকে করোনার নতুন প্রজাতি ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল অনেক দেশেই। চিন ওমিক্রনের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, কোভিড পজিটিভ ধরা পরলেই নিভৃতিবাসের নামে কারাগারে বন্দি করে রাখা হচ্ছে সেখানকার মানুষজনকে, কিন্তু এত কিছুর পরেও চিনে ধরা পড়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। চিকিৎসকদের কোথায় যা আগের ভ্যারিয়েন্ট গুলির থেকে কয়েকগুণ দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে চীনের এই পরিস্থিতিতে শুরু হয়েছে বেজিং অলিম্পিক ২০২২, চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। অলিম্পিকে হিমশীতল পরিবেশ তৈরি করার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থাও, সব মিলিয়ে মোট ১০৯টি আলাদা আলাদা ইভেন্টের আয়জন করা হয়েছে, যাতে অংশগ্রহণ করবেন প্রায় ৩ হাজার অ্যাথলিট। তবে রয়েছে কিছু বিধিনিষেধ, ২০২২ সালের বেজিং অলিম্পিক দর্শক শুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, তাছাড়া অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটরা যাতে কোন ভাবেই করোনা আক্রান্ত হয়ে না পড়েন, সেই দিকেও থাকছে বিশেষ নজর। তাদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়েছে অলিম্পিক আয়োজকরা, সেই গণ্ডির মধ্যেই থাকবেন তারা। 

তবে ইতিমধ্যেই অনেক অ্যাথলিট করোনা আক্রন্ত হয়েছেন, কিন্তু তা নিয়ে মোটেও চিন্তিত নন আয়োজকরা। অন্যদিকে চীনের মানবাধিকার লঙ্ঘনের দাবীতে বেজিং অলিম্পিক বয়কট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার ভারতের গালয়ান বিতর্কের জেরে বেজিং অলিম্পিক বয়কট করেছে ভারত, এই অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করবেন না ভারতীয় অ্যাথলিটরা। ২০২০ সালে বিশ্বে যখন করোনা নিজের কামড় বসাচ্ছে ঠিক সেই সময় চিন নিজের কূটনৈতিক ক্ষমতা দিয়ে ভারতের গালয়ান উপত্যাকা দখলের চেষ্টা করেছিলো, শহীদ হয়েছিলেন বেশ কিছু ভারতীয় সেনা জাওয়ান। চিনা সামগ্রী বয়কট করেছিলো ভারত, সেই সাথে চিনা অ্যাপেও নিষেধাজ্ঞা জারি করেছিলো ভারত। আর সেই গালয়ান উপত্যাকায় চীনের এক সেনা জাওয়ান কি ফ্যাবাও ভারত চিন সংঘর্ষের সময় অংশ নিয়েছিলে, আর তাকেই এবার বেজিং অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বাহক করেছিলো চিন, যার প্রতিবাদে বেজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নেয় ভারত। অন্যদিকে অলিম্পিককে কেন্দ্র করে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখান উইঘুর তুর্কিরা। উইঘুর তুর্কিরাও চিনা অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News