করোনা স্থিতিশীল হওয়ায় পাকিস্তান যাওয়া নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

অস্ট্রেলিয়া সর্বশেষ কোনো সফর করেছে ২০১৯ সালে। বিশ্বকাপের পরই অ্যাশেজ খেলেছিল অস্ট্রেলীয়রা। এরপর দেশে ফেরার পর থেকেই আর কোনো সফর করেনি তারা। এর পেছনে অবশ্য করোনাভাইরাস মূল ভূমিকা রেখেছে। ঘরের মাঠে টানা টেস্ট খেলার ফসলও তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজ হারা দলটি অ্যাশেজে দাপুটে জয় দিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে।
টেস্টের শীর্ষে উঠে এবার ঘর থেকে বেরোচ্ছে অস্ট্রেলিয়া। আগামী মার্চে পাকিস্তান সফর করার খবর নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া দল।
২০২১ সালের নভেম্বর থেকেই এই সফর নিয়ে আলোচনা চলছে। সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা পাকিস্তানে সফর করতে আসবেন কি না, এ নিয়ে সন্দেহ ছিল। কিন্তু গতকাল অধিনায়ক প্যাট কামিন্স এ ব্যাপারে সবাইকে সুখবর দিয়েছেন।
সিএর প্রধান নির্বাহী নিক হকলি আজ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন, ‘২৪ বছরে এই প্রথম সফর হওয়া নিশ্চিত করায় আমি পিসিবি এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ দিতে চাই। এটা ঐতিহাসিক এক মুহূর্ত এবং খেলার বৈশ্বিক বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য ভালো।
বোর্ড যতই চাক না কেন, খেলোয়াড়েরা না চাইলে পাকিস্তান সফর সম্ভবত হত না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থেকে অস্ট্রেলিয়ার অনেকেই ক্লান্তির কথা বলে নাম কাটিয়ে নিয়েছিলেন। ওদিকে বিশ্বকাপের আগেই নিরাপত্তার কথা বলে পাকিস্তান সফর করেনি নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেঁকে বসতে পারতেন। কিন্তু ক্রিকেটাররা সে পথে এগোন নি।

এ কারণে ক্রিকেটাররাও ধন্যবাদ পেয়েছেন হকলির, ‘এ সফরের পরিকল্পনায় সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধন্যবাদ দিতে চাই। দুটি বিশ্বমানের দলের মধ্যে রোমাঞ্চকর এক সিরিজ খেলার অপেক্ষায় আছি।’
এদিকে গতকালই টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘অধিকাংশ খেলোয়াড়ই এই সফরের ব্যাপারে আগ্রহী। আমার ধারণা, আমরা প্রায় পূর্ণ শক্তির দলই পাব। এখনো কিছু কাজ বাকি আছে। আমারা অনেক তথ্য পেয়েছি এবং সবই ভালো খবর। সফরের আগের নিরাপত্তা ও জৈব সুরক্ষাবলয় নিয়ে ভালো কাজ করা হয়েছে।’
আগামী সপ্তাহে সফরের জন্য দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। ৪ঠা মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে, ১২ থেকে ১৬ই মার্চ। তৃতীয় টেস্ট শুরু হবে ২১শে মার্চ। এ ম্যাচ হবে লাহোরে। তিন ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। একমাত্র টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে ৫ই এপ্রিল। এর ফলে আইপিএলের শুরুর দিকে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না। আগামী ২৭শে মার্চ শুরু হবে আইপিএল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News