Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন বিরাট

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে এবং টি-20 সিরিজে নেতৃত্ব দিতে যে রোহিত শর্মা প্রস্তুত, সে কথা জানা গিয়েছিল সকালেই ৷ সন্ধ্যায় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসেছিল ক্যারিবিয়ান সিরিজের স্কোয়াড বেছে নিতে ৷ দু'টি ফর্ম্যাটের জন্য 18 সদস্যের দু'টি ভিন্ন স্কোয়াড বেছে নিল তারা , স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক ৷ তবে চোট সারিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রোহিতের প্রত্যাবর্তন এবং পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে ভারতকে যে প্রথমবার নেতৃত্ব দিতে চলেছেন সেটাই সবচেয়ে চর্চার বিষয় ৷ আর টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিতের নেতৃত্বে প্রথমবার খেলবেন বিরাট ৷ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে ৷

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন দীপক হুডা ৷ 50 ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটছে চায়নাম্য়ান কুলদীপ যাদবের। ছ'মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি ৷ অন্যদিকে এই দুই  সিরিজের জন্য স্কোয়াডে ডাক পেলেন  আনক্যাপড রবি বিষ্ণোই ৷ 6 ফেব্রুয়ারি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান-ডে খেলবে রোহিতের ভারত ৷
ওয়ান ডে দল : রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, রবি বিষ্ণুই, প্রসিদ্ধ কৃষ্ণা ও আবেশ খান ৷
টি-20 দল : রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও হর্যল প্যাটেল ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News