কলকাতায় কমলো কনটেইনমেন্ট জোনের সংখ্যা

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যজুড়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ সংক্রমিত হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। প্রথম ও দ্বিতীয় পেরিয়ে এইবারে তৃতীয় ঢেউয়ের প্রকপে পড়েছে রাজ্যবাসী। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে তবে রাজ্যের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহর কলকাতা। তৃতীয় ঢেউয়ে পুনরায় শহর কলকাতা একাধিক জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। রাজ্যজুড়ে করা হয়েছিল আংশিক লকডাউন। করোনার প্রভাব কিছুটা আয়ত্তে আনতে এমন ব্যবস্থা রাজ্য সরকারের।

তবে কিছুটা স্বস্তির খবর এই যে কলকাতা পৌরসভার অন্তর্গত যেসব কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছিল তার সংখ্যা কিছুটা কমেছে। আগে তেত্রিশটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল বর্তমানে তা কমিয়ে 29 করা হয়েছে। ওয়ার্ল্ডের হিসেবে সবথেকে বেশি কনটেইনমেন্ট জোন করা হয়েছিল 93 নম্বর ওয়ার্ডের যোধপুর পার্ক এরিয়াতে। এরপর দ্বিতীয় স্থানে ছিল 144 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলি। এই ওয়ার্ডের অন্তর্গত পাঁচটি এলাকা ছিল কনটেইনমেন্ট। এছাড়াও কলকাতার লেক থানার প্রায় সাতটি এলাকায় কন্টিনুইং জুন ঘোষণা করা হয়েছিল। হরিদেবপুর থানায়ও পাঁচটি কনটেইনমেন্ট জোন আছে। কলকাতা পুরসভা নতুন যে কনটেইনমেন্ট জোন এর তালিকা দিয়েছে তাতে 10 নম্বর বরতে রয়েছে বারোটি কনটেইনমেন্ট জোন এবং 16 নম্বরে বরতে রয়েছে পাঁচটি ও তিন নম্বর বরতে চারটি কনটেইনমেন্ট জোন।

সূত্রের খবর এখনো পর্যন্ত দেয়া হয়েছে 48 হাজার 640 জন কে যার মধ্যে সবাই ষাটোর্ধ্ব এবং করণা যোদ্ধা। এছাড়াও অনূর্ধ্ব 18 দের টিকিট পেয়েছে 88 হাজার 245 জন। তবে শেষ 24 ঘন্টায় রাজ্যে কর্নার হার আরও বেড়েছে। সংক্রমনের তালিকায় ঊর্ধ্বে আছে কলকাতা এবং তারপরেই উত্তর 24 পরগনা তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা চতুর্থ তে নদীয়া। এছাড়াও গোটা রাজ্যের সব জেলাতেই কম বেশি বেড়েছে করোনা সংক্রমনের হার। শহরে করোনা সংক্রমনের হার উত্তরোত্তর ভিডিও চালায় এই নিয়ে বৈঠকে বসেছে কলকাতা পুরসভা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News