১৮ বছরের নীচে দেশজুড়ে টিকাকরণে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ; শুরু হবে নতুন নিয়ম..

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশজুড়ে গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে টিকাকরণের ব্যবস্থা চালু হয়েছিল। তবে রাজ্য সরকার এখনো গোটা রাজ্য স্কুলছুটদের জন্য টিকাকরণের ব্যবস্থা শুরু করে উঠতে পারেনি।
ফের বর্তমানে দেশজুড়ে করোনার আক্রান্তের গ্রাফ উর্ধমুখী। তার মধ্যে করোনার এই তৃতীয় ঢেউয়ের  পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। বর্তমানে ১৮ বছরের নীচের বয়সীদের করোনা টিকাকরনে দেশের মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এমনটাই জানানো হয়েছে বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে। বর্তমানে করোনা অ্যাক্টিভ কেসে দেশে পশ্চিমবঙ্গের নামও রয়েছে প্রথম দশে।

কেন্দ্রের তরফ থেকে বৃহস্পতিবার ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাদের সবার শেষে নাম রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের। মাত্র ৫৩ শতাংশ কিশোর কিশোরীর পশ্চিমবঙ্গে টিকাকরণ হয়েছে। এছাড়াও একই সাথে নাম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগরহাভেলির।
তাই ১৮ বছরের কম বয়সীদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার নতুন গাইড লাইন চালু করেছেন।
▪︎কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, ৫ বছরের কম বয়সীদের মাক্স পরার প্রয়োজন নেই। ৬ বছর থেকে ১১ বছরের কিশোর কিশোরীরা মাক্স পড়া শুরু করুক, তবে শারীরিক সক্ষমতা অনুযায়ী। তবে ১২ বছর থেকে শুরু করে প্রত্যেক বয়সীদের মাক্স পড়া আবশ্যক।

কোনো নাবালক বা নাবালিকা করোনা আক্রান্ত হলে কেন্দ্রীয় সরকার তাদের চিকিৎসা সম্পর্কে বিশদ জানিয়েছেন।
▪︎১৮ বছর বয়সের কম কিশোর কিশোরীরা যদি করো না আক্রান্ত হয় তবে তাদের অ্যান্টিভাইরাল এবং মনোক্রোনাল অ্যান্টিবডিজ দিতে হবে। কিন্তু স্টেরয়েড দেওয়া হলে খেয়াল রাখতে হবে যাতে তা দু সপ্তাহের বেশি না হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News