Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে , পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার আর সহ্য করবো না

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

আজ ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লায় দীর্ঘতম ভাষণ।  এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনেও শামিল দেশবাসী। 

১ঘণ্টা ৪৫ মিনিট ধরে বক্তৃতা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর দীর্ঘতম ভাষণ। গত বছর ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি। এবছর ১০৫ মিনিট ধরে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন। 

অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়ে  প্রধানমন্ত্রী বলেন, “২২ তারিখের পর আমরা সেনাকে খোলাছুট দিয়েছিলাম। লক্ষ্য তারাই নির্ধারণ করুক, সময়ও তারা নির্ধারণ করুক। আমাদের সেনা তা করে দেখিয়েছে। যা বহু দশক মনে থাকবে। শত্রুদের মাটিতে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ঘুম ভেঙেছে। পাকিস্তানে হওয়া ধ্বংসলীলা এতটাই বড় ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে।”

পাকিস্তান যে পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার দিয়ে চলেছে, তার পাল্টা জবাব দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বহু দশক ধরে আমাদের দেশ সন্ত্রাসবাদ সহ্য করেছে। এখন আমরা নিউ নর্মাল তৈরি করেছি। সন্ত্রাসবাদী ও তাদের পোষণ করে যারা, তাদের আলাদা করে দেখব না। এরা সবাই মানবতার শত্রু, এদের মধ্যে কোনও ফারাক নেই। ভারত স্থির করে নিয়েছে যে পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। আগামিদিনেও শত্রুরা যদি এমন কোনও চেষ্টা করে, তবে সেনাই স্থির করবে কখন, কীভাবে জবাব দেওয়া হবে। আমরা পাল্টা জবাব দেব।”

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতীয় সেনার বীর-সাহসী জওয়ানরা শত্রুদের তাদের কল্পনারও অতীত শাস্তি দিয়েছে। পহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা সীমান্তের ওপার থেকে এসে হত্যালীলা চালিয়েছে, ধর্ম জেনে হত্যা করেছে, স্ত্রী-সন্তানদের সামনে হত্যা করেছে, ভারতবাসীর মন ক্রোধে ভরা ছিল। অপারেশন সিঁদুর ওই আক্রোশের প্রকাশ।”

আরও বলেন, “অপারেশন সিঁদুরে আমরা মেড ইন ইন্ডিয়ার কামাল দেখেছি। শত্রুরা বুঝতেও পারেনি কোন অস্ত্র তাদের ধ্বংস করছে। ভাবুন তো, আমরা আত্মনির্ভর না হলে কী এত বড় মাপে অপারেশন সিঁদুর করতে পারতাম? অন্যের উপরে নির্ভরশীল থাকতে হত যে কে, কবে অস্ত্র দেবে। মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই বিনা বাধায় সেনা পরাক্রম দেখিয়েছে। বিগত ১০ বছর ধরে আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছি। তার প্রমাণও মিলেছে।”

সমুদ্র গর্ভে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজতে সমুদ্র মন্থনের ডাক প্রধানমন্ত্রীর। অন্যদিকে, বাজেটের ঘোষণা অনুযায়ী বিকশিত ভারত প্রকল্প কার্যকর করার ঘোষণা করলেন তিনি। এই প্রকল্প অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরি করতে যাওয়া তরুণদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রকৃত অর্থে আত্মনির্ভর হতে গেলে শক্তিসম্পদের ক্ষেত্রে স্বাধীন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্তা প্রধানমন্ত্রীর। গত ১১ বছরে সৌরবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান তিনি। মোদির কথায়, পরমাণু শক্তির ক্ষেত্রেও ভারত আরও উন্নতি করছে। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে পরমাণু শক্তি ১০ গুণ বাড়িয়ে তোলা হবে।

কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে ভারত কোনওমতে আপস করবে না। শুল্কযুদ্ধের আবহে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন মোদি। বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের খাদ্যপণ্য, ডেয়ারি এবং মাছের বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেওয়া হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু প্রথম থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করছে ভারত। লালকেল্লা থেকে আবারও সেকথা মনে করিয়ে দিলেন মোদি। তাঁর কথায়, ভারতের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক সংক্রান্ত অহিতকারী নীতির বিরুদ্ধে মোদি দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। 

নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন। আমদানি নয়, রপ্তানির উপর জোর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা থেকে খাদ্য, কৃষি থেকে প্রযুক্তি-সবক্ষেত্রেই আত্মনির্ভরতা বাড়ানোর পক্ষে বার্তা মোদির। আত্মনির্ভর ভারতের যুদ্ধাস্ত্রেই পাকিস্তানকে মাত দেওয়া গিয়েছে, সগর্বে জানালেন প্রধানমন্ত্রী।

Related News