Flash News
  1. আমেরিকা, চিনের পরেই শক্তি সূচকে ৩ নম্বরে উঠে এল ভারত
Monday, December 1, 2025

আমেরিকা, চিনের পরেই শক্তি সূচকে ৩ নম্বরে উঠে এল ভারত

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। তৃতীয় স্থানেই ভারতের নাম। এশিয়া শক্তি সূচক বা এশিয়া পাওয়ার ইনডেক্স-এর ২০২৫ সালের তালিকা প্রকাশিত হওয়ার পরেই দেখা গেল ভারত ৩ নম্বরে নিজের জায়গা করে নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আর চিনের পরেই শক্তি সূচকে ভারতের নাম। ২০২৫ সালের তালিকায় এই স্থান অবশ্যই ভারতের জন্য বিরল কৃতিত্ব। গর্বিত দেশবাসী।

পয়েন্টও বাড়িয়েছে এ বছর। এখানে মনে হতে পারে কি এই শক্তি সূচক? এশিয়া শক্তি সূচক হল এমন এক সূচক যেখানে একটি দেশের বিভিন্ন বিষয়ে ক্ষমতা পরীক্ষা করে পয়েন্ট প্রদান করা হয়।

অস্ট্রেলিয়ার লোউই ইন্সটিটিউট একটি দেশের সামরিক ক্ষমতা ও প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক সক্ষমতা ও সম্পর্ক, কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব, স্থিতিস্থাপকতা, আগামী দিনে কতটা সম্পদের বন্দোবস্ত করতে পারছে এবং এমন ৮টি মোট মাপকাঠি বিচার করে পয়েন্ট প্রদান করে। মোট ২৭টি দেশকে নিয়ে এই এশিয়া পাওয়ার ইনডেক্স তালিকা প্রকাশ করেছে তারা।

তালিকায় ১ নম্বরে থাকা আমেরিকা পয়েন্ট পেয়েছে ৮১.৭। যার পিছনেই রয়েছে চিন। চিনের প্রাপ্য পয়েন্ট ৭৩.৭। এরপরই ভারতের স্থান। তবে ভারত পয়েন্টের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে আমেরিকা ও চিনের তুলনায়।

ভারত অর্জন করেছে ৪০ পয়েন্ট। গতবছরের চেয়ে ২ পয়েন্ট বেশি। তবে বাকি ২৪টি দেশ তারও অনেক পিছনে অবস্থান করছে। কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর প্রশ্নে ভারত অভাবনীয় সাফল্য প্রদর্শন করেছে। সেটাই তাকে এই ৩ নম্বর স্থানে উঠে আসতে সাহায্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।