Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শুধু জেন্টলসম্যান নয়! ‘ক্রিকেট সবার খেলা’

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

শুধু জেন্টলসম্যান নয়! ‘ক্রিকেট সবার খেলা’

সত্যিই তো। ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। পুরুষ-মহিলা নয়, চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। রাতজুড়ে উল্লাস চলেছে ক্রিকেটভক্তদের। গোটা দেশে খুশির হাওয়া। সেলিব্রেশনের একের পর এক ছবি আপলোড করছেন স্মৃতি-জেমাইমারা। ছবি দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীতও। ইনস্টাগ্রামের সেই ছবিতে ট্রফি জড়িয়ে ঘুমিয়ে আছেন তিনি। আর তাঁর শার্টের পিছনে বার্তায় ক্রিকেটের পর জেন্টলম্যান’স শব্দটি কাটা। তারপর লেখা ‘সবার খেলা’। ক্রিকেট যে লিঙ্গবৈষম্যের ঊর্ধ্বে, বিশ্বজয়ী হয়ে তা প্রমাণ করে দিলেন হরমন। সঙ্গে ক্যাপশন, ‘কিছু স্বপ্ন কোটি কোটি মানুষের জন্য। এই জন্যই ক্রিকেট সবার খেলা।’                ভারত-পাকিস্তানের সংঘাতের রেশ দেখা গিয়েছে খেলার মাঠেও…

এই দলের অনেককেই শুধুমাত্র নারী বলে ক্রিকেট খেলায় বাধা পেতে হয়েছে। ফাইনালের নায়ক শেফালি বর্মাকেও শুনতে হয়েছিল, মেয়েদের আবার খেলা কীসের? তাই দাদাদের সঙ্গে ছেলে সেজে ছেলেদের টুর্নামেন্টে খেলে যেতেন। স্বয়ং হরমনপ্রীতই কোমরে ওড়না বেঁধে স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। অনেক বেড়া ভেঙে দিয়ে এই জয়। আজ থেকে কোনও অভিভাবক তাঁর কন্যাকে বলতেই পারেন, “দেখো, হরমনপ্রীতের মতো হতে হবে।” উঠতি ক্রিকেট প্রতিভাদের ঘরে ঘরে থাকবে ‘হ্যারি দিদির’ পোস্টার। এই তো কদিন আগে ভারত টানা তিনটি ম্যাচ হারার পর কত সমালোচনা। এখন তিনিই ‘জনগণমন অধিনায়িকা’।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা আন্তর্জাতিক ক্রিকেট দেশ
Related News