Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফের পাকিস্তানের হামলার ছক? পুঞ্চের LoC-বরাবর আকাশে অন্তত ৬টি ড্রোন

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

ফের পাকিস্তানের হামলার ছক? জম্মু-কাশ্মীরের পুঞ্চের LoC-বরাবর আকাশে অন্তত ৬টি ড্রোন দেখা গিয়েছে। সোমবার নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে এসেছিল ওই ড্রোনগুলি। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাত সওয়া ৯টা নাগাদ মেন্ধার সেক্টরে বালাকোট, ল্যাঙ্গোট, গুরসাই নালার কাছে একাধিক জায়গার আকাশে ড্রোন দেখা গিয়েছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার

সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী মনে করছে নজরদারির জন্য পাকিস্তানের তরফ থেকে ড্রোনগুলি পাঠানো হতে পারে। কিছুক্ষণের মধ্যেই ফের পাকিস্তানের দিকে চলে যায় সেগুলি। ড্রোনগুলি দেখার পরেই এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ড্রোনের মাধ্যমে কোনও অস্ত্র বা বিস্ফোরক ওই এলাকায় ফেলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ড্রোন ব্যবহার করে মাদক পাচারের কোনও কাজ করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নাশকতা আন্তর্জাতিক দেশ
Related News