ভুতূড়ে অনেক সিনোমায় হয়তো যাত্রী সহ ট্রেন উধাওয়ের ঘটানা দেখে থাকবেন! তবে বাস্তবে যে এই ঘটনা হতে পারে ? কিন্তু অবাক করা বিষয় হল ১৯১১ সালে ধুমধাম করে ইটালির জেনেটি নামে একটি ট্রেনের সূচনা করা হয়েছিল । উদ্বোধনের দিন সমস্ত যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থা করেছিল সেই রেল সংস্থাটি । ছ’জন রেলকর্মী এবং ১০০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু মাঝেই ঘটে সেই অবাক ঘটনা ! ট্রেনটি তার গন্তব্য স্থানে পৌঁছতে পারেনি । মাঝখানে রহস্যজনক ভাবে ট্রেনটি উধাও হয়ে যায় । যার রহস্য আজও উদ্ধার হয়নি ।
উল্লেখ্য, আনুমানিক ১১০ - ১১২ বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও আতঙ্কে ভোগেন অনেকেই। এতজন যাত্রী নিয়ে আস্ত ট্রেন কী ভাবে মুহূর্তে মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ আজও খুঁজে পাননি বিজ্ঞানীরা। শোনা যায়, অনেক খুঁজেও ট্রেনের কোনও চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। ১৯১১ সালে রোমের (Rome) একটি স্টেশন থেকে ১০০ যাত্রী এবং ওই ছয়জন কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। ট্রেনটিতে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল। ট্রেনটি মূলত যাত্রীদের নিয়ে ইতালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। শোনা যায়, ট্রেনলাইনটি একটি টানেলের মধ্য দিয়ে গেছিল । আর সেই টানেলে প্রবেশ করার পর সেখান থেকে বেরই হয়নি ট্রেনটি। যদিও অনেক পর ওই ১০০ যাত্রীর মধ্যে দুজনকে খুঁজে পাওয়া গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা তাঁরাও সঠিক জানাতে পারেননি। তারেকদুজনেই একই ভাবে বলেছিলেন, সুড়ঙ্গে প্রবেশের পরই সাদা ধোঁয়া ঘিরে ধরে ট্রেনটিকে। বিপদের আশঙ্কায় সেই সময়ই তাঁরা ওই ট্রেন থেকে ঝাঁপ দেন বাইরে। সেই সময়কার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ট্রেনটি নাকি টাইম ট্রাভেল (Time Travel) করে ১৮৪০ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। যদিও এই ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেননি কেউই।