Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

ফের মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান, খুশি অশোকনগরের বাসিন্দারা

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে  খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বড়সড় সাফল্য  ONGCর। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের দৌলতপুরের দ্বিতীয় কেন্দ্র থেকে সফলভাবে উত্তোলন করা সম্ভব হয়েছে খনিজ গ্যাসের।   মাটির নিচ থেকে ক্রমশ বেরিয়ে আসা গ্যাসের মাধ্যমে আগুনের  শিখা দেখে খুশি হয়েছেন সংশ্লিষ্ট কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।ONGC সূত্রে জানা গেছে, মাটির প্রায় ২,৭০০ মিটার নিচ থেকে এই গ্যাস উত্তোলিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অশোকনগর এলাকার বিভিন্ন জায়গায় মাটির নিচে থাকা জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছে ONGC। কারণ, গত কয়েক বছর আগে সেখানকার বাইগাছিতে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। তারপর থেকেই সমগ্ৰ অশোকনগর জুড়ে চলে সংশ্লিষ্ট সন্ধানের কাজ। এমতাবস্থায়, বাইগাছির পরে  সেখান থেকে মাত্র ৩ কিলোমিটারের মধ্যে  ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর এলাকায় মোট ১৫ বিঘা জায়গার উপর তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের দ্বিতীয় ইউনিটটি চালু হয়।

ONGC কর্তৃক এই প্রকল্পটির কারণে প্রচুর কর্মীর প্রয়োজনে, স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী ও এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা থেকেই কর্মীদের ওই কাজে নেওয়া হয়। যার ফলে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বিপুল ভান্ডারের পাশাপাশি, ONGC-র এই কর্মকান্ডে সমগ্ৰ অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করছেন বাসিন্দারা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Samata Chakraborty

Tags: