বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে বিশাল পরাজয় ভারতের

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে ভারতকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে একধাপ এগিয়ে গেল তারা।


প্রসঙ্গত, শেষ দিনে ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল। কিন্তু শেষ ঘণ্টায় তারা মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল, যিনি ২০৮ বল মোকাবিলা করে ৮৪ রান করেন। তার ইনিংসটি বিতর্কের সৃষ্টি করে, কারণ কামিন্সের শর্ট বল মারতে গিয়ে কিপার আলেক্স কেয়ার ক্যাচ ধরলে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। তবে অস্ট্রেলিয়া রিভিউ নেয়, এবং তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা সৈকত রিপ্লেতে ডিফ্লেকশন দেখেন, কিন্তু স্নিকোতে কোনো এজড আসেনি। খালি চোখে ডিফ্লেকশন দেখে তিনি আউটের সিদ্ধান্ত দেন, যার ফলে জয়সওয়াল মাঠের আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সাজঘরে ফিরেন। 

 নতুন বছরে, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে।

এরপর ভারত আর ৯ ওভারও টিকতে পারেনি।  ম্যাচের শুরুতে ভারত কিছুটা সতর্কভাবে ব্যাট করতে শুরু করেছিল, ১৬ ওভার পর্যন্ত তারা উইকেট হারায়নি। কিন্তু ১৭তম ওভারে কামিন্সের শিকার হয়ে ফিরে যান রোহিত শর্মা, যিনি ৪০ বলে ৯ করেন। ওই ওভারে লোকেশ রাহুলও খালি হাতে ফেরেন। এরপর বিরাট কোহলি আবার ব্যর্থ হয়ে ৫ রারান নে ফিরে যান, আর ভারতের স্কোর দাঁড়ায় ৩৩ রানে ৩ উইকেট। এরপর, জয়সওয়াল এবং রিশভ পান্ত একটি জুটি গড়ে দলকে কিছুটা আশা জোগালেও, পান্ত ট্রেভিস হেডের বলে আউট হওয়ার পর ভারতের আশাও শেষ হয়ে যায়। জয়সওয়ালের আউটের পরই ম্যাচের গতিপথ পরিষ্কার হয়ে যায়, এবং অস্ট্রেলিয়া নিশ্চিত করে জয়

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News