'বিনোদিনী' অধরাই, প্রয়াত চলচ্চিত্র নির্মাতা প্রদীপ সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

মুম্বইয়ে থাকলেও আদতে আদ্যপান্ত বাঙালি ছিলেন। আর তাইতো কেরিয়ারের শুরুতে বিজ্ঞাপন হোক বা সিনেমা সবেতেই বাঙালি ছাপ রাখতেই পছন্দ করতেন পরিচালক প্রদীপ সরকার। এমনকী, বাঙালি হওয়ার কারণেই পরিচালক হিসেবে প্রথম ছবি তৈরির সময় গল্প ধার নিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায় থেকে। পর্দায় নিয়ে আসলেন ‘পরিণীতা’। বাঙালি ধাঁচে সাজানো এই বলিউড ছবি মন ভরালো দর্শকদের। বাঙালি বেশে বিদ্য়া বালান, সইফ আলি খান, সঞ্জয় দত্তরা নজর কাড়লেন। মাত্র ৬৭-তেই নিভে গেলেন প্রদীপ সরকার। শুক্রবার সকালে এই খবর সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন পরিচালক হনসল মেহতা। পরিণীতার পরিচালক সম্প্রতি বাংলার বিনোদিনী দাসীকে বলিউডে তুলে ধরার তোড়জোড়ো করছিলেন। মুখ্য ভূমিকায় বেছে নিয়েছিলেন কঙ্গনা রানাউতকে। অসময়ে চলে যাওয়ায় হিন্দি ছায়াছবিতে 'বিনোদিনী' অধরাই থাকলেন।

শুক্রবার সকালে টুইটারে হংসল প্রদীপের একটি ছবি ভাগ করে নেন। লেখেন, "প্রদীপ সরকার। দাদা। আরআইপি।" সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। বলিউড আরও একবার শোকে স্তব্ধ। হংসলের টুইট ভাগ করে নেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি জোড়হাতের ইমোজি দিয়ে লেখেন, "ওহ! এটা খুবই মর্মান্তিক! শান্তিতে বিশ্রাম নিন দাদা!।" বিজ্ঞাপন জগত থেকেই কেরিয়ার শুরু করেন প্রদীপ সরকার। তারপর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা। বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে তৈরি পরিণীতিই তাঁর প্রথম পরিচালিত ছবি। যে ছবি দিয়ে বিদ্য়া বালান বলিউডে কেরিয়ার শুরু করেন। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নজর কেড়েছিলেন প্রদীপ সরকার। এরপর রানি মুখোপাধ্য়ায়, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করেন ‘লাগা চুনরি মে দাগ’। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, প্রশংসা কুড়িয়েছিল। তারপর ‘লফঙ্গে পরিন্দে’, ‘মরদানি’, ‘হেলিকপ্টার এলা’র মতো ছবি দর্শকদের উপহার দেন প্রদীপ সরকার। কাজল ও ঋদ্ধি সেন অভিনীত ‘হেলিকপ্টার এলা’ই তাঁর শেষ পরিচালিত ছবি।
তবে শুধু সিনেমা বা বিজ্ঞাপন নয়। নয়ের দশকে একের পর এক ভিডিও অ্য়ালবামের পরিচালনা করেছেন তিনি। গায়ক পলাশ সেনের ইউফোরিয়ার জনপ্রিয় গান ধুম পিচক ধুম, মাইরি, সুলতান খানের পিয়া বসন্তি, শুভা মুদগলের অব কে শাওয়ান এবং ভূপেন হাজারিকার গঙ্গার ভিডিও পরিচালনা করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন প্রদীপ সরকার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News