গ্রাহকদের জন্য খারাপ খবর,সস্তার গুচ্ছের প্ল্যান বন্ধ করল BSNL

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল Bharat Sanchar Nigam Limited অর্থাত্‍ BSNL। এই টেলিকম সংস্থা একসময় দেশের মানুষদের মধ্যে ঝড় তুললেও এখন প্রতিযোগিতার বাজারে দিন দিন পিছিয়ে পড়ছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে।

এই পরিস্থিতিতে আবার চুপিসারে এই টেলিকম সংস্থা তাদের একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দিল।

ইতিমধ্যেই দেশের বড় অংশে পৌঁছে গিয়েছে 5G পরিষেবা। কিন্তু এখনও 4G আনতেই হিমশিম খাচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। ফলে স্বাভাবিক ভাবেই বেসরকারি সংস্থাগুলির বিপরীতে বাজার ধরে রাখতে বেগ পেতে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণাধীন এই টেলকো সংস্থাটিকে। তাই গ্রাহকদের আটকে রাখতে পলিসি এবং রিচার্জ প্ল্যানে একগুচ্ছ বদল আনছে বিএসএনএল। এর মধ্যেই গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হল সরকারি এই টেলকো সংস্থা। সস্তার একগুচ্ছ প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। দাবি, এই রিচার্জ প্ল্যানগুলি থেকে বিশেষ লাভের মুখ দেখছিল না সংস্থাটি। তাই সেইসহ প্ল্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত ভারত সঞ্চার নিগম লিমিটেডের। দেশ যখন 5G-র দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে, সেখানে 3G-তেই পড়ে রয়েছে বিএসএনএল। বারবার পিছিয়েছে 4G লঞ্চের তারিখ। এ বছরের প্রথমার্ধেই 4G আনার প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি বিএসএনএল। যদিও এখনও আশা ছাড়েনি তারা। এ বছরের মধ্যেই 4G ও আগামী বছর 5G আনার স্বপ্ন দেখছে বিএসএনএল। তবে এর মধ্যেই একগুচ্ছ প্ল্যান তুলে নিয়ে স্ট্র্যাটেজি সামলানোর চেষ্টা করছে সংস্থাটি।

উঠে গেল কোন কোন প্ল্যান? আসুন, দেখে নেওয়া যাক।

৫৯৯ টাকা রিচার্জ প্ল্যান ব্যবহার করে আগে BSNL গ্রাহকরা প্রতিদিন ৫ জিবি ডেটা পেতেন। এর ভ্যালিডিটি ছিল ৮৪ দিন। এছাড়াও ছিল আনলিমিটেড কল সহ অন্যান্য এসএমএস সুবিধা। কিন্তু এখন টেলিকম সংস্থাটির তরফ থেকে এর বিরাট পরিবর্তন আনা হয়েছে। যা গ্রাহকদের কাছে ধাক্কার কারণ।

বর্তমানে BSNL ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ৫ জিবি ডেটার পরিবর্তে দেওয়া হচ্ছে ৩ জিবি ডেটা। অর্থাত্‍ আগের তুলনায় ২ জিবি ডেটা কমিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে দেওয়া হচ্ছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ভ্যালিডিটি ৮৪ দিনই রাখা হয়েছে।

এছাড়াও এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে BSNL গ্রাহকরা পাবেন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ। পাশাপাশি গ্রাহকদের দেওয়া হচ্ছে Zing, PRBT, Astrotell and GameOn services বিনামূল্যে।

আরও একটি কমদামি প্ল্যান বন্ধ করে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। 104 টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহক পেতেন 18 দিনের ভ্যালিডিটি। তবে এর সঙ্গে আরও একটি স্পেশাল ডিসকাউন্ট কুপন পেতেন গ্রাহকেরা। 99 টাকার ওই কুপনে গ্রাহকেরা বেশ কিছু সুযোগ সুবিধা ব্যবহার করতে পারতেন। সম্প্রতি এই প্ল্যানটিও তুলে নিয়েছে বিএসএনএল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News