রূপচর্চায় বেসনের জাদু

banner

#Pravati Sangbad Digital Desk:

শপিং মল, খ্যাতিসম্পন্ন ব্যান্ড বা বাজার নানা রাসায়নিকযুক্ত সৌন্দর্য পণ্যে পরিপূর্ণ। সেসব পন্য কীভাবে আপনার ত্বকের ক্ষতি করে থাকে তা ইতোমধ্যেই আপনি নিশ্চয় বুজতে পেরেছেন তাদের ব্যবহার এর মাধ্যমে। এমন পরিস্থিতিতে আমাদের ত্বকের স্বাভাবিক যত্ন নেওয়া জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে আপনার রান্নাঘরে থাকা বেসন কাজে লাগতে পারে ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে। আমাদের এই প্রতিবেদনে কিভাবে বেসনের প্যাক ব্যবহার করবেন তার নিম্নলিখিত টিপস জেনে নিন-
1) আপনার ত্বকের কালো ভাব দূর করতে স্নানের আগে বেসনের মধ্যে টকদই মিশিয়ে মিশ্রণটি কে ভালো মতো করে ত্বকে লাগিয়ে নিন। টক দইয়ের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান আপনার ত্বকের কালো দাগ দূর করে দেয়।
2) বেসন ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন এক চমৎকার স্ক্রাবার। কফি পাউডার, চালের গুঁড়ো এবং বেসনের সাথে পরিমাণমতো কাঁচা দুধ নিয়ে সেই মিশ্রনটিকে ভালোমতো মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে স্ক্রাব করে তুলে দিন সপ্তাহে দুই থেকে তিনবার এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।
3) স্নান করবার সময় আপনার মুখে ঘাড়ে পিঠে হাতে ভালো মতো করে বেসন,অ্যালোভেরা জেল এবং গ্লিসারিনের মিশ্রন তৈরী করে সেটিকে ঘষে ঘষে লাগান এটি আপনার ত্বক পরিষ্কার করবে পাশাপাশি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করবে।
4) বেসনের মধ্যে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে মিশ্রণটি স্নানের পূর্বে মুখে ভালোমতো মেখে নিয়ে পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
5) প্রত্যহ ফেসওয়াশ হিসাবে বেসনের মধ্যে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে সেই মিশ্রনটিকে ভালোমতো মুখে ঘষে ঘষে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে আপনার ত্বক কিছুদিন পর থেকেই হয়ে যাবে স্পটলেস এন্ড ক্লিয়ার।
6) এক চামচ অ্যালোভেরা জেলের মধ্যে এক চামচ বেসন মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এইভাবে পুনরাবৃত্তি করুন।
7) একটি পাত্রে মুলতানি মাটি এবং বেসন মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগান এবং কমপক্ষে ২০-২৫ মিনিটের জন্য রেখে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।
8)একটি ডিম ফাটিয়ে তার সাদা অংশ আলাদা করুন। ফেনা তৈরি না হওয়া পর্যন্ত এই সাদা অংশটি বিট করুন। এবার এতে বেসন ও মধু মেশান। এই পেস্টটি আপনার মুখে লাগান এবং ১০-১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News