Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

তারিখের মধ্যে করুন আয়কর দাখিল, নইলে জরিমানা দিতে হতে পারে

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital :

শেষ হওয়ার পথে 2022-23 আর্থিক বছর। এমন পরিস্থিতিতে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গুরুত্বপূর্ণ আর্থিক সময়সীমা সম্পর্কে এই মুহূর্তে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। যদি কোনও একটি আর্থিক সংক্রান্ত কাজ মিস হয়ে যায়,তবে জরিমানা গুনতে হতে পারে। যে যে কাজগুলি এই মাসের মধ্যেই করে ফেলতে হবে, সেই তালিকায় রয়েছে প্যান-আধার লিঙ্কিং, আপডেট আয়কর রিটার্ন দাখিল করা, অগ্রিম ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স সেভিংস বিনিয়োগ, প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা। এই কাজগুলো অবশ্যই 2023 সালের 31 মার্চের মধ্যে সেরে ফেলতে হবে। আপডেট আয়কর রিটার্ন দাখিল মূলত সেইসব করদাতাদের জন্য যারা প্রদত্ত আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে মিস করেছেন বা যারা কোনো আয়ের রিপোর্ট করতে মিস করেছেন। যদি কোনও ব্যক্তি কোনও আয় তাঁর আয়করে দেখাতে ভুলে যান, সেক্ষেত্রে আপডেট আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে। আয়কর রিটার্ন (ITR) ফাইল করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। ১ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে আয়কর রিটার্ন দাখিল। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ সম্পর্কেও সবাইকে সচেতন থাকতে হবে। আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ ৩১শে জুলাই। আর ওই তারিখের পরে আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ সম্প্রসারণের কোনও সম্ভাবনা রয়েছে বলেও আপাতত মনে হচ্ছে না। বছরের পর বছর ধরে দেখা গিয়েছে যে সরকার বিভিন্ন কারণে আইটিআর ফাইলিংয়ের (Income Tax Return Filing) জন্য নির্ধারিত তারিখ বাড়িয়েছে। তবে এই বছর শেষ তারিখ বাড়ানোর তেমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এর কারণ হল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নতুন অর্থবর্ষের জন্য আইটিআর ফর্মের বিষয়ে এক মাসেরও বেশি আগে বিজ্ঞপ্তি দিয়েছে। নতুন আইটিআর ফর্ম গত ১০ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল, যা আয়কর ওয়েবসাইটেও রয়েছে। যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাই করদাতারা ওই দিন থেকেই আয়ের রিটার্ন দাখিল করতে সক্ষম হবেন। ৩১ জুলাই পর্যন্ত রিটার্ন ফাইলিং-এর সুবিধা পাওয়া যাবে। আর আপনি যদি এই তারিখের মধ্যে আইটিআর ফাইল করতে সক্ষম না হন, তবে লেট ফি দিয়ে আইটিআর ফাইল করতে হবে। অর্থাৎ যাঁরা ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আয়কর রিটার্ন ফাইল করবেন না, তাঁদের আইটিআর ফাইল করার জন্য জরিমানা করতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image