প্রথম দিনে কেমন ব্যাবসা করলো রণবীর-শ্রদ্ধার ছবি

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল ৮ ই মার্চ ,বুধবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবস এর দিনটিকেই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছিলেন পরিচালক লভ রঞ্জন। গতকাল মুক্তি পেয়েছে লভ রঞ্জন পরিচালিত ' টু ঝুঠি ম্যা মক্কার ' সিনেমা টি। সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। প্রথম বার একসাথে বড়ো পর্দায় জুটি বাঁধলেন রণবীর ও শ্রদ্ধা। তাই দর্শকদের এই সিনেমা নিয়ে আগ্রহের অন্ত ছিল না। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই অনেক সিনেমা সমালোচকরা মুভি রিভিউ দিয়েছেন। তাদের মতে, এই সিনেমায় ভালোবাসা ও প্রেমের সম্পর্ককে এক নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। ছবি মুক্তি পাওয়ার আগেই ছবির গান গুলি খুবই হিট হয়েছে, যা দর্শকদের আরো বেশি উৎসাহী করে তুলেছে সিনেমাটি দেখার জন্য। এর আগেও পরিচালক লভ রঞ্জন 'প্যায়ার কা পঞ্চনামা', 'প্যায়ার কা পঞ্চনামা ২', 'সনু কি টিটু কি সুইটি' প্রভৃতি সিনেমাগুলি পরিচালনা করেছিলেন। জানা যাচ্ছে, আগের সিনেমাগুলির মতো 'তু ঝুঠী ম্যা মক্কার' সিনেমাতেও একই ধারা বজায় রেখেছেন।

গতকাল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিনে কেমন কালেকশন হলো সিনেমাটির? বাজারে এটি হিট নাকি ফ্লপ? গতকাল সিনেমাটি কেমন বাজার করেছে তা জানিয়েছেন সিনেমা সমালোচক তরুন আদর্শ। তিনি কাল বেলা তিনটে পর্যন্ত সিনেমা এর বক্স অফিস কালেকশন ও জানিয়েছেন সবাইকে। তরুন আদর্শ এর মতে ছবিটি 'বিজয়ী'। তিনি সোশাল মিডিয়াতে পোস্ট করে জানান, গতকাল সিনেমাটি সারা দেশ জুড়ে 'পি ভি আর'-এ ব্যাবসা করেছে ১.৮২ কোটি টাকার। 'আইনক্স'-এ ব্যাবসা করেছে ১.২০ কোটি টাকার। আর 'সিনেপলিশ' এ ব্যাবসা করেছে ৭৬ লক্ষ টাকার। অর্থাৎ ছবির প্রথম দিনেই বক্স অফিস কালেকশন ৩.৭৮ কোটি টাকার। এই ছবির প্রচারে যথেষ্ট অংশগ্রহণ করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। তাকে বিভিন্ন শোতেও প্রচারে যেতে দেখা যায়। তিনি ইচ্ছা প্রকাশ করেন পরিচালনা করার।কিন্তু তিনি বলেন, দুর্ভাগ্যবশত তিনি লেখক নন। তিনি জানান ভারত খুবই পরিবার কেন্দ্রিক একটি দেশ। ফলে যখনই কোনো ফ্যামিলি ড্রামা তৈরি করা হয়, সিনেমা হলে বহু ধরনের মানুষ ভিড় জমান। তিনি এর সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' এর পরের ভাগগুলি নিয়েও কথা বলেন। তিনি জানান 'ব্রহ্মাস্ত্র ২' ও 'ব্রহ্মাস্ত্র ৩' এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষে বা পরের বছরের শুরুতেই শুটিং এর কাজও শুরু হয়ে যাবে। তার 'অ্যানিমাল' ছবিটি মুক্তি পাওয়ার পর তিনি পাঁচ মাসের ছুটি নেবেন। সেই সময়টা তিনি তার পরিবার ও একরত্তি মেয়ে রাহাকে দিতে চান।
শুরুতেই জমিয়ে ব্যাবসা শুরু করেছে ' তু ঝুঠি ম্যা মক্কার ' সিনেমাটি। এখন দেখার সিনেমাটির সপ্তাহান্তে বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় ?

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News