Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ঘরের মেঝেতে রং পড়লে কিভাবে দূর করবেন সেই দাগ

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad:

আজ হোলি। আর আজকের দিনে রং খেলবে না এমন মানুষ বোধহয় নেই। সারা বছর সুখে দুখে দিন কাটালেও আজকের দিনটাতে সকল মানুষ খুশির রঙে মেতে ওঠে। কিন্তু এখানেই হয়ে যায় সমস্যা, রং খেলবো ঠিক কিন্তু ঘরের মেঝেতে রং পড়লে তখনই হয়ে যায় সমস্যা। আমাদের গায়ে বা জামা কাপড়ে রং পড়লে আমরা সেগুলো কেচে পরিষ্কার করে সেই রং তুলে ফেলি। কিন্তু ঘরের মেঝেতে রং পড়লে সেটাকে কিভাবে কাচবো? মাত্র কয়েকটি সহজ উপায় এর দ্বারা আপনার ঘরের মেঝের রং চট করে তুলে ফেলুন। সবার আগে যেটা মনে রাখতে হবে ঘরের মেঝেতে রং পড়লে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে মুছে ফেলা কারণ রং বেশিক্ষণ মেঝেতে পড়ে থাকলে সেটা বসে যায় এবং পরে তুলতে বেশি কষ্ট হয়। তাই রং পড়ার সাথে সাথে চেষ্টা করতে হবে সেটাকে মুছে ফেলার। কিন্তু কোনক্রমে যদি সঙ্গে সঙ্গে মুছে ফেলতে না পারি তাহলে কি সে এরকম উঠবে না? নিশ্চয়ই উঠবে, আর সেটার জন্য আপনাকে একটি ব্রাশের মধ্যে সামান্য একটু সাবান নিয়ে রং পড়ে থাকা জায়গায় একটু ঘষে নিলেই রঙ উঠে যাবে।এছাড়াও মেঝের রং তোলার কাজে অত্যন্ত উপকারী একটি উপাদান হল হাইড্রোজেন পারঅক্সাইড। এছাড়াও নিজেদের রং বসে গেলে বেকিং সোডা এক্ষেত্রে অত্যন্ত উপকারী, আর তার জন্য আপনাকে বেকিং সোডা একটি পাত্রে সামান্য একটু জলের সাথে ভিজিয়ে রাখতে হবে। আর কিছুক্ষণ পর সেই মিশ্রণটি মেঝেতে পড়ে থাকা রঙের উপরে ঘষলেই উঠে যাবে সমস্ত রং। আর যদি আপনার ঘরে থাকা কোন আসবাবের মধ্যে সেই রং পড়ে যায় তাহলে সেটাকে কি করে তুলবেন? তার জন্য আপনাকে লিকুইড সাবান ব্যবহার করতে হবে। আর সেই লিকুইড সাবানকে হাতে নিয়ে হালকা ভাবে রংয়ের উপরে ঘষলেই মেঝে থেকে সেই রঙ উঠে যাবে। তাহলে জেনে নিলেন তো? আপনার ঘরের আসবাব এবং মেঝেতে পড়ে থাকা রঙের দাগ কিভাবে দূর করবেন। তাহলে এখন থেকে ভয় না পেয়ে রং খেলুন। এবং ঘরের মেঝে বা আসবাবে যদি রং পড়ে তাহলে ঠিক এভাবেই তুলে ফেলুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News