Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

খুশকি নিরাময়ে আলুর ম্যাজিক

banner

#Pravati Sangbad Digital Desk:

খুশকি অতি পরিচিত চর্মরোগ, যা সাধারণত মাথার ত্বকে হয়। খুশকির সমস্যায় নারী-পুরুষ সমানভাবে ভোগেন। আগে শুধুমাত্র শীতকালের শুষ্ক আবহাওয়াতেই খুশকির সমস্যা দেখা দিত। কিন্তু বর্তমানে  অতিরিক্ত দুষণের ফলে মোটামুটি সারা বছর এই সমস্যা লেগেই থাকে। মাথার ত্বকে একধরনের ফাঙ্গাস বা ইস্ট জীবাণুর সংক্রমণ হয়। এই সংক্রমণ বেশি হয়ে তেলগ্রন্থি(সেবাসিয়াস গ্রন্থি) থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি পরিমাণে নিঃসৃত হলে খুশকি হয়। তাই অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ি এই খুশকি। তাই খুশকির সমস্যার সমাধানে সঠিক সময়ে তৎপর না হলে মাথা ভরা চুল ঝরে  যেতে পারে অল্পদিনের মধ্যেই। তবে চুলের এই সমস্যার ঘরোয়া সমাধানের জন্য আলু ব্যবহার করতে পারেন। তাতে এই সমস্যার অনেকটাই সমাধান মিলবে। আলুতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, জিঙ্ক, নিয়াসিন এবং আয়রন। এই পুষ্টিগুলি চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আলুর রস স্ক্যাল্প পরিষ্কার রাখে, খুশকি কমায় এবং চুলের জেল্লা ফেরাতেও সাহায্য করে। তাহলে জেনে নিন, চুলের খুশকি নিরাময়ে আলুর ব্যবহার :
আলুর রস, মধু এবং ডিমের হেয়ার প্যাক 
মধু এবং ডিমের কুসুম চুলের প্রাকৃতিক কন্ডিশনার। তাছাড়া, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ মধু খুশকি এবং চুল পড়া কমায়। ডিমের কুসুম চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। চুলের গ্রোথ অনুযায়ী পরিমাণ মতো আলু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন এবার সেই আলুর রস নিন তার সাথে দু'চামচ মধু ও একটা ডিমের কুসুম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর এটি সারা মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্যাকটি ব্যবহার করুন।
আলুর রস সরাসরি স্ক্যাল্পে লাগান
আলুর রস চুলের ফলিকলে পুষ্টি যোগায়, মাথার ত্বক বা স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুলের জেল্লা বাড়ায়।  প্রথমে মিক্সিতে  একটি আলু   পেস্ট  করে নিন  এবার  আধ কাপ আলুর রস মাথার ত্বকে  দশ থেকে  পনেরো  মিনিট  ম্যাসাজ করুন। স্ক্যাল্প ম্যাসাজ হয়ে গেলে পুরো চুলে আলুর রস লাগিয়ে নিন। এক ঘন্টা   রেখে দিন । তারপর  মাথা  শ্যাম্পু দিয়ে  ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করলেই ফল পাবেন।

আলুর রস এবং পেঁয়াজের রস
আলুর রসের মতো, পেঁয়াজের রসও চুলের বৃদ্ধির জন্য দারুণ কার্যকর। একটি বড় আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। একটি মাঝারি সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। মিক্সিতে আলু, পেঁয়াজ আর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এবার আলু-পেঁয়াজের রস বের করে নিন। তারপর মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন দশ মিনিট। তারপর এক ঘণ্টার মতোন রেখে দিয়ে মাথায় শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার আলু-পেঁয়াজের রস লাগালেই  ফল পাবেন।
আলুর রস, অ্যালোভেরা ও দুধের হেয়ার প্যাক
অ্যালোভেরায় অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। চুলের নানা সমস্যা দূর করতে কার্যকর অ্যালোভেরা।  আলু মিক্সিতে দিয়ে  পেস্ট করে  তার রস বার করে নিন  এবার সেই আলুর রসের সঙ্গে  দুই চামচ অ্যালোভেরা জেল  ও   দুই চামচ দুধ মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণটি  মাথার স্ক্যাল্প ও চুলে লাগিয়ে   এক  ঘন্টা  রাখুন। তারপরে  শ্যাম্পু  করে ফেলুন। সপ্তাহে দুই বার এই হেয়ার মাস্কটি  ব্যবহার করুন ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News