এবার বড়পর্দায় ব্যোমকেশ দেব

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হল দেব। তিনি আজ আট থেকে আশি সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্ম দক্ষতা দিয়ে। সালটা ছিল ২০০৬, বড় পর্দায় অভিষেক হয়েছিল অভিনেতা দেবের। প্রবীর নন্দীর পরিচালনায় 'অগ্নিশপথ'-এ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন দেব। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'অগ্নিশপথ'। ঠিক পরের বছর রবি কিনাগির পরিচালনায় মুক্তি পেয়েছিল 'আই লাভ ইউ'। এই ছবি দেবকে পরিচিতি এনে দেয় ইন্ডাস্ট্রিতে। সেই থেকে ধাপে-ধাপে উন্নতির দিকে পা বাড়াতে থাকেন দেব। হয়ে ওঠেন দর্শকের অতি প্রিয় সুপারহিট নায়ক। সম্প্রতি সেই দেবের ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ হল। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দাপিয়ে অভিনয় করে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। বলা চলে এখন তাঁর পদোন্নতি ঘটেছে। কারণ অভিনেতা থেকে সোজা গিয়ে বসেছেন প্রযোজকের চেয়ারে। দেব শুধুই অভিনেতা নন, ঘাটালের তৃণমূল সাংসদ হিসেবেও তাঁর একটা রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘প্রজাপতি’। রাজনৈতিক কোন্দলকে দূরে সরিয়ে, বিরোধী দল বিজেপির ঘনিষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তৈরি করেছিলেন এই ছবি।  এই মুহূর্তে দেব তাঁর পরবর্তী ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং শুরু করেছেন। ২৬ জানুয়ারি পোস্টার রিলিজ় করেছে। এদিকে আবার  গত শনিবার, ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তির দিনই একটি ব্রেকিং নিউজ দিয়েছেন সুপারস্টার।

ওইদিন সোশ্যাল মিডিয়া পোস্টে টলিউডের সুপারস্টার ঘোষণা করলেন এবার ব্যোমকেশ-এর কাহিনি বড় পর্দায় তুলে ধরবেন তিনি। ছবির নাম ঘোষণা করে ফেলেছেন দেব, ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। তিনি লিখেছেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।' প্রসঙ্গত 'ব্যোমকেশ’ নিয়ে খেলা টলিউডে এই প্রথম নয়। গত দেড় দশকে টলিউডে প্রায় হাফ ডজন ব্যোমকেশের দেখা পেয়েছেন দর্শক। যদিও পর্দায় ব্যোমকেশের সফর শুরু সেই উত্তম কুমারের জমানা থেকে। বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্ম, এমনকি ছোট পর্দাতেও ব্যোমকেশ হিসাবে ধরা দিয়েছেন অনেক অভিনেতারাই যীশু সেনগুপ্ত,আবির চট্টোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়,সুজয় ঘোষ,অনির্বাণ ভট্টাচার্য,গৌরব চট্টোপাধ্যায় ওদিকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত বলিউডে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ হয়ে ধরা দিয়েছিলেন। এবার এই পথেই হাঁটতে চলেছেন দেবও। তবে এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বহু জল্পনা-কল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে পরিচালক সৃজিত  মুখোপাধ্যায়  হয়ত এই সিনেমার পরিচালনার দায়িত্বে আছেন। কারণ সৃজিত বহুদিন ধরেই ব্যোমকেশ তৈরির পরিকল্পনা করছিলেন। তবে পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে ‘সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন খবর। এরকম কোনও পরিকল্পনা কোনওদিন ছিল না, আগামী দিনেও নেই।’

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News