Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কলকাতাসহ অন্যান্য জায়গার পেট্রোল - ডিজেল দর

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

সরস্বতী পুজোর দিন পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায়! মূলত একটানা দীর্ঘদিন জ্বালানির দামে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি। কলকাতার চেয়ে বেশি দাম পেট্রোল ও ডিজেল বিকোচ্ছে মুম্বইতে। দেশের অর্থনৈতিক রাজধানীতে মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৭ টাকা। সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী রাজস্থানে আজ পেট্রোল ৫২ পয়সা সস্তা হয়ে প্রতি লিটার ১০৮.৫৮ টাকা হয়েছে। এখানে ডিজেল ৪৭ পয়সা কমে ৯৩.৮১ টাকায় নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে অপরিশোধিত তেলের এই বৃদ্ধি দেখা গেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে দেশে পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি পাওয়ার কোনও আশা নেই। পরিসংখ্যান বলছে, সারা দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই বদল হয়নি। আজ কলকাতা-সহ দেশের কোন রাজ্যে, কেমন দাম পেট্রোল-ডিজেলের, চলুন জেনে নেওয়া যাক। সারা দেশে শেষবার পেট্রল এবং ডিজেলের দাম কমেছিল গত বছর।২১ মে কেন্দ্রীয় সরকার পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমায়। আবগারি শুল্ক হ্রাসের ফলে এক লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯.৫ টাকা এবং ৭ টাকা কমেছিল। চলুন কোলকাতার পাশাপাশি সমস্ত জায়গার পেট্রোল - ডিজেল দর জেনে নেওয়া যাক -

কোলকাতা পেট্রোল দাম বর্তমানে ১০৬.০৩, গুয়াহাটিতে দাম ছিল ৯৭.৪৫ এবং আজ ০.৪৩ বেড়েছে। পাটনায় গতকালের পেট্রোল রেট ১০৭.৫৯, আজ ০.৩৫ টাকা দাম বেড়েছে । বেঙ্গালুরুতে ১০১.৯৪,
মুম্বইতে ১০৬.৩১,দিল্লী ৯৬.৭২, রাঁচি ১০০.৪২ টাকা থেকে বেড়ে ০.৫৮ টাকায় দাঁড়িয়েছে ।নাসিকের পূর্বনির্ধারিত দাম ছিল ১০৬.৫১, বর্তমানে ০.০৩ টাকা কমেছে। নয়ডাতেও ৯৬.৭৬ টাকা থেকে ০.২৪ কমেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image