বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরমার! প্রথমদিন কত টাকার ব্যবসা করলো 'পাঠান'

banner

#Pravati Sangbad Digital Desk:

শুরুতেই ব্লকবাস্টার! 'পাঠান' এর প্রথম দিনের ব্যবসা শুনলে চমকে যাবেন। শাহরুখের বহু প্রতীক্ষিত এই ছবি, ছক্কা হাঁকিয়েছে প্রথম দিনেই। হলের সামনে নাচানাচি, কিং খান ভক্তদের উত্‍সাহ সেই কথাই জানান দিয়েছিল।
ইতিমধ্যেই বেশ কিছু বক্স অফিস কালেকশন সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে যে, সমস্ত বক্স অফিস কালেকশন ভেঙে ফেলেছে 'পাঠান'। শাহরুখ খানের ছবি ১১০ কোটি টাকা পেরিয়ে যেতে চলেছে। আর সেই কারণেই প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের শো বাড়াতে বাধ্য হয়েছে। অন্য আর একটি মাধ্যমে দাবি করা হয়েছে যে, শুধু দেশেই নয়, বিশ্ব জুড়ে ব্যাপক মাত্রায় ব্যবসা করেছে 'পাঠান'। প্রথম দিন বিশ্ব জুড়ে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে দুদিনে এই ছবি ব্যবসা করতে চলেছে ১৭৫ কোটি টাকার মতো। অন্যদিকে, 'পাঠান' দেখার পরে অনুরাগ কাশ্যপ বলছেন, 'শাহরুখ খানকে এত সুন্দর, এত অপূর্ব আগে কখনও লাগেনি। আমি ওকে দেখতে এসেছিলাম, আমার মন ভাল হয়ে গিয়েছে। আর এত ভয়ঙ্কর অ্যাকশন শাহরুখ নিজের কেরিয়ারে এই প্রথমবার করল। আমার তো মনে হয় না এই ধরনের অ্যাকশন ও আর করেছে। এই ছবিটার জন্য শরীরচর্চা করে শাহরুখ যে শারীরিক গঠন তৈরি করেছে, সেটা প্রশংসনীয়।'

প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি সামনে এসেছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের পারিশ্রমিকের অঙ্ক। যা জেনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিং খান। তাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন না আর কেউই। শাহরুখ ছাড়া পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জন আব্রাহাম এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। তবে, এই ছবিতে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও, তিনি কোনও টাকাই পারিশ্রমিক নেননি বলেই খবর সূত্রের। শাহরুখের ছবি, করোনা মহামারীর আগে এবং পরের সবথেকে বড় বিগ চার্ট হিন্দি ছবি বলেই জায়গা করে নিয়েছে। চারবছর পর শাহরুখ ফিরেছেন রুপোলি পর্দায়। তাঁকে স্বাগত জানাতে গোটা দেশজুড়ে কাল ছিল উত্‍সবের আমেজ। শুধু তাই নয়, দিনের আলোয় বাজি ফাটানো থেকে শাহরুখের পোস্টার দূধ দিয়ে স্নান করানো সবই করেছেন তাঁর ভক্তরা। গণনা বলছে, হৃতিক রোশনের 'ওয়ার' এবং আমির খানের 'থাগস অফ হিন্দুস্থান' ছবিকেও বুড়ো আঙুল দেখিয়ে কামাল করে দিয়েছে 'পাঠান'। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স, ঝুমে জো পাঠান গানে গতকাল নেচে ফাটিয়ে দিয়েছেন ভক্তরা। ৫৬ বছরেও শাহরুখ যা অ্যাকশন করেছেন অনেক বড় তারকাকে দিয়েই সম্ভব নয় বলেই দাবি করছেন কিং খান অনুরাগীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News