বহু বিতর্কের পর প্রথম দিনে রেকর্ডে ' পাঠান'

banner

#Pravati Sangbad Digital Desk:

বলিউড পাড়ায় এক আলাদা জায়গায় রয়েছেন শারুখ খান। হাজার হাজার নয় , তাঁর কোটি কোটি ভক্তের ছড়াছড়ি। ' বলিউড বাদশা ' হিসাবে পরিচিত তিনি।  ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ' দিওয়ানা ' চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তাঁর ছবি ' বাজিগর ' , ' দেবদাস ' , ' ডর ' , দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ' , ' কুচ কুচ হোতা হ্যায় ' , ' কাভি খুশি কাভি গাম ' ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।২০০৭ সালে প্রথম দীপিকা পাডুকোন ও শারুখ খানকে একসাথে অভিনয় করতে দেখা যায় ' ওম শান্তি ওম ' - এ। ২০১৪ সালে ' হ্যাপি নিউ ইয়ার ' এ পুনরায় অভিনয় করতে দেখা যায় এই জুটিকে। এরপর দীর্ঘ ৮ বছর পর আবারও দর্শক দেখতে পেলো  শারুখ - দীপিকা জুটিকে ' পাঠান ' - এর মধ্যে দিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবি ' পাঠান '। এর আগে শারুখ খানকে শেষ অভিনয় করতে দেখা যায় চার বছর আগে ' জিরো ' সিনেমায় অনুষ্কা শর্মার সাথে। আজ অর্থাৎ বুধবার ' পাঠান ' মুক্তি পেতেই একাধিক রেকর্ড গড়েছে। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেল ছবিটি। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন , প্রথম দিনে প্রথম শোয়ের পরেই ছবির আরও ৩০০টি শো বাড়িয়ে দিয়েছেন এক্সিবিটাররা। জানা যাচ্ছে , বিশ্বজুড়ে মোট আট হাজারটি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। বেশ কয়েকদিন আগে শাহরুখের এক ফ্যান ক্লাব থেকে জানা যায় , ' পাঠান ' ছবিটি মুক্তির আগেই বিদেশে ৫ কোটির বেশি টাকা চলে আসে। জানা যায়, আমেরিকাতে ২৫০০০০ ডলার , যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৪ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবিটি। তবে এতো কিছুর পরেও প্রথম থেকেই 'পাঠান' ছবিটিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। আইনি জটিলতা, বিভিন্ন হুমকি অনেক কিছু সামনে এসেছিলো। কিন্তু এতো জটিলতা , বাধা কাটিয়ে এক অনবদ্য সাফল্যের দিকে এগিয়ে চলেছে ' পাঠান '।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Tags:

Related News